পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দোতলায় ওঠলাম। বাশ দিয়ে। ছাদে উঠি দেখি স্বামী-স্ত্রী শুয়ে আছে। স্বামী তেমনি জোয়ান, আমারে মারভি এলো বর্শ| তুলে। মারলাম। লাঠি ছুডে, মেয়েটা আগে মিলে। স্বায়ী ঘুরে পড়লো, মুখি থান-খান রক্ত উঠতি লাগলো। দুজনেই সাবাড়। ܕ 1fܗܪܝܚ --ইয়া বাবাঠাকুর। যা করে ফেলিচি তা বলতি দোষ কি ? তখন বৈবন বয়েস ছেল, ত্যাতে বোঝতাম না। এখন বুঝতি পেরে কষ্ট পাহ মনে। --রূৰ্ণ-পা চড়ো কেমন ? কতদূর যাওঁ ? --- এখন আর তত চড়িনে। সেবায় হলুদপুকুরি ঘোষেদের বাড়ী লুঠ করে রাত-দুপুরির সময় রূণ-পা চড়িয়ে বেরেলাম। ভোরের আগে নিজের গায়ে ফিরেলাম। এগারো If f -s cists (4f its a1 -একবার পনেরো কোশ পজন্তু গিাইলাম। নদীপুর থেকে কামারর্পেড়ে। মুরশিদ মোড়লের গোলাবাড়ী। -এইবার ওসব ছেড়ে দাও । ভগবানের নাম করে। --তাইতে আপনার কাছে যাভায়াত করি বাবাঠাকুর, আপনারে দেখে কেমন হয়েচে জানিনে। মনটা কেমন ক’রে ওঠে আপনারে দেখলি । একটা উপায় হবেই আপনার এখানে এলি, মনস্ত থলে । -উপায় হবে । অন্যায় কাজ একেবারে ছেড়ে না দিলে কিন্তু কিছুই করতে পারা झुigय ना बgछ क्रि ! হল পেকে হঠাৎ ভবানী বাড়িয্যের পা ছুয়ে বললে-আপনার দ্বারা বাবাঠাকুর। আপনার আশিকাব্দে হলধর ধর্মকেও ডরায় না। রূণ-পা চড়ি যমের মুণ্ডু কেটে অনতি পারি, যেমন সেবার এনেলাম ঘোডের ডাঙ্গার তুষ্ট, কোলের মুণ্ডু-শোনবেন সে গল্প হল পেকে অট্টহাস্য করে উঠলো। ভবানী বাড়িয্যে দেখতে পেলেন। পরকালের ভয়ে কাত্তর ভীরু হলধর ঘোষকে নয়, নিৰ্ভীক, দুৰ্জয়, অমিততেজ হল পেকেকে—যে মানুষের মুণ্ডু নিয়ে খেলা করেচে। যেমন কিনা ছেলেপিলের খেলে পিটুলির ফল নিয়ে। এ বিশালকায়, বিশাল ভুজ হল পেকে মোঃমুদ্রগরের শ্লোক শুনবার জন্তে তৈরি নেই-নিরীহস্তা, দক্ষ-আসলে বা তাই আছে। ভবানী বাড়ুধ্যে দেড় বছরের মধ্যেই এ গ্রামকে, এ অঞ্চলকে বড় ভালো বাসলেন। এমন ছায়াবহুল দেশ তিনি কোথাও দেখেন নি জীবনে। বৈঁচি, বাশ, নিম, সোদাল, রূড়া কুঁচলতার বনঝোপ । দিনে রাতে শালিখ, দোয়েল, ছাতারে আর বৌ-কথা-ক পাখীর কাকলী। ঋতুতে ঋতুতে কত কি বনফুলের সমাবেশ। কোনো মাসেই ফুল বাদ যায় না-বনে বনে ঘূহুলের ফুল, রাধালতার ফুল, কেয়া, বিম্বপুষ্প, আমের বউল, বকুল,স্বয়া, বনচট্ৰকা नां-*ाग ।