পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইছামতী BEE sBtLLL DD S uBDD BB DDBB DDBDB DDDB BDD BSS EEE SBLBD ব্ৰহ্মকে খাড়া করে বসেচে। সেই বেদান্ত নিরীশ্বরবাদী ! -নিরীশ্বরবাদী বলি নি। ভক্তিশাস্ত্র নয় বলিটি । --তুমি কিছুই জানো না। তোমাকে এবার আমি "চিৎসুখী আর ‘খণ্ডনখণ্ড খাদ্য' পড়াবো । তুমি বুঝবে কি অসাধারণ শ্ৰদ্ধার সঙ্গে তাঁরা ব্ৰহ্মাকে সন্ধান করেছেন । তবে বড় শক্ত দুরবগাহ গ্ৰন্থ। তৰ্কশাস্ত্ৰ ভালো করে না পড়লে বোঝাই যাবে না । দেখবে বেদান্তের মধ্যে অন্ত কোনো কুতর্কের বা বিকৃত ভায়ের ফাক বুজিয়ে দিয়েছে কি ভাবে। আর তুমি কি-না ৰলে বসলে--- -আমি কিছুই বলে বসি নি। তুমি ভার আমি অনেক তফাৎ। তুমি মহাজ্ঞানী-আমি তুচ্ছ গৃহস্থ । তুমি বা বলবে তার ওপর আমার কথা কি ? আমার বক্তব্য অঙ্গ সময়ে বলবো । —বোলো, তুমি অনুরাগী শ্ৰোতা এবং বক্তা। তোমাকে শুনিয়ে এবং বলে মুখ আছে। —তোমার সঙ্গে দুটো ভালো কথা আলোচনা করেও আনন্দ হোল। এ গ্রাম একেবারে অন্ধকারে ডুবে আছে। শুধু আছে নীলকুঠি। আর সায়েব আর জমি আর জমা আর ধান আর বিষয়-এই নিয়ে। আমার শুণ্যকটি তার মধ্যে প্ৰধান। তিনি নীলকুঠির দেওয়ান । সায়েব তার ইষ্টদেব।” তেমনি অত্যাচারী। তবে গোবরে পদ্মফুল আমার বড় স্ত্রী। —ভালো ? -খুব । অতিরিক্ত ভালো। —বাকী দুটি ? --ভালো, তবে এখনো ছেলেমাহুবি যায় নি। আদুরে বোন। কিনা দেওয়ানজির । ffÇIF FK, ཅག་ বাড়ু যে আর পরমহংস সন্ন্যাসীকে দিনকতক ४iब्रई नगौड़ श्रांrम गएन थांकtउ দেখা যেতো। ঠিক হোল যে সন্ন্যাসী তিলু বিলু নিলুকে দীক্ষা দেবেন। তিলু রাত্রে স্বামীকে বললে-আপনি গুরু করেচেন ? -ca -দীক্ষা নেবেন না ? —কি বুদ্ধি যে তোমার! আহা মরি। এই সন্ধ্যিসি ঠাকুর আমার গুরুভাই হোল কি কয়ে যদি আমার দীক্ষা না হয়ে থাকে ? -ও ঠিক ঠিক। আমি ও দীক্ষা নেবো না । -cन ? cन ? তিলু কিছু বললে না। মুচকি হেসে চুপ করে রইল। প্ৰদীপের আলোর সামনে নিজের হাতের বাউট ঘুরিয়ে ঘুরিয়ে নিজেই দেখতে লাগলো। একটা ছোট ধূচিতে ধুনো গুডো করে দিতে লাগলো ছড়িয়ে। এটি ভবানীর বিশেষ খেয়াল। কোনো শৌখিনতা নেই যে স্বামীর,