পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাজিত b's জলখাবার ঘরে বসিয়া চ খাইতেছেন, কেহ বিড়ি টানিতেছেন। অপু পিছনে রহিল, অনিল আগাইয়া গিয়া জিজ্ঞাসা করিল,-আজে, আমরা জাহাজে চাকরি খুঁজছি, এখানে খালি আছে জানেন ? একজন টাক-পড়া রোগা চেহারার বাবু বলিলেন,–চাকরি —জাহাজে.কোন জাহাজে ? —যে কোন জাহাজে – অপুর বুক উত্তেজনায় ও কৌতুহলে টিপ, চিপ, করিতেছিল, কি বুঝি হয়। বাবুটি বলিলেন, জাহাজের চাকরিতে তোমাদের চলবে না হে ছোকরা,—ষ্ঠাথে, একবার ওপরে মেরিন মাস্টারের ঘরে খোজ করে । কিছুই হইল না। বি-আই-এস্-এ তথৈবচ। নিপন্‌-ইউশেন-কাইশা'ও তাই। টাৰ্ণার মরিসনের অফিসে তাহদের সহিত কেহ কথাও কহিল না। বড় বড় বাড়ি, সিড়ি ভাঙিয়া ওঠানামা করিতে করিতে শীতকালেও ঘাম দেখা দিল। অবশেষে মরীয়া হইয়া অপু গ্লাডস্টোন ওয়াইলির অফিসে চারতলায় উঠিয়া মেরিন মাস্টারের কামরায় ঢুকিয়া পড়িল। খুব দীর্ঘদেহ, অত বড় গোফ সে কখনও কাহারও দেখে নাই। সাহেব বিরক্ত হইয়া ঘণ্ট বাজাইয়া কাহাকে ডাক দিল। অপুর কথা কানেও তুলিল না। একজন প্রৌঢ় বয়সের বাঙালীবাবু ঘরে ঢুকিয়া ইহাদের দেখিয়া বিস্ময়ের স্বরে বলিলেন—এ ঘরে কি ? এসো, এলো, বাইরে এসো | বাহিরে গিয়া অনিলের মুখে আসিবার উদেখা শুনিয়া বলিলেন, কেন হে ছোকরা ? বাড়ি থেকে রাগ ক’রে পালাচ্ছ ? অনিল বলিল,—না, রাগ ক’রে কেন পালাব ? * —রাগ ক’রে পালাচ্ছ না তো এ মতি হ’ল কেন ? জাহাঙ্গে চাকরি খুজছে—, কোন চাকরি হবে জানো ? খালালীর চাকরি-এক বছরের এগ্রিমেণ্টে জাহাজে উঠতে হবে। বাঙালীর খাওয়া জাহাজে পাবে না-কষ্টের একশেষ হবে, গোর লস্করগুলো অত্যন্ত বদমায়েস, তোমাদের সঙ্গে বনবে না। আরও নানা ক৪–স্টোকারের কাজ পাবে, কয়লা দিতে দিতে জান হয়রান হবে—সে সব কি তোমাদের কাজ ? —এখন কোনও জাহাজ ছাড়ছে নাকি ? —জাহাজ তো ছাড়ছে ‘গোলকুণ্ডা”—আর সাতদিন পরে মঙ্গলবারে ছাড়বে মাল জাহাজ— কলম্বো হয়ে ডারবান যাবে— দু'জনেই মহা পীড়াপীড়ি শুরু করিল। তাঁহাদের কোনও কষ্ট হুইবে না, কষ্ট করা জহাদের অভ্যাস আছে। দয়া করিয়া তিনি যদি কোন ব্যবস্থা করেন। অপু প্রায় কাদ কাদ হুইয়া বলিল—ত হোক, দিন আপনি জোগাড় ক’রে—ওসব কিছু কষ্ট না—দিন আপনি --গোৱা লক্ষরে কি কৱৰে আমাদের ? কয়লা খুব দিতে পারবো— কেরানীবাবুট হাসিয়া বলিলেন,—এৰি ছেলেখেলা ছে ছোরা। কয়লা দেবে তোমরা !