পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাজিত సిమో চাহিতেই তাহার ভে চক্ষুস্থির! সঙ্কুচিতভাবে বলিল—কোথায় যে হারিয়ে ফেললাম—কাল दब्रर ७कछै। क्टिन প্রতি অপ্রসন্ন মুখে বলিল, ওটা আমার দাদুমণির দেওয়৷ fর্থডে গিফট ছিল— ইহার পর আর কিনিয়া আনিবার প্রস্তাবটা উত্থাপিত করা যায় না, মনে মনে ভাবিল, কাল থেকে ছেডে দেবো —এখানে আর চলবে না । কি একটা ছুটির পরদিন সে পড়াইতে গিয়াছে, প্রতি জিজ্ঞাসা করিল, কাল যে আসেন নি ? অপু বলিল, কাল ছিল ছুটির দিনটা—তাই আর আলি নি । প্রতি ফট্‌ করিয়া বলিয়া বসিল—কেন, কাল তো আমাদের সরকার, বাইরের দু'জন চাকর, ড্রাইভার সব এসেছিল ? আমার পড়াশুনে কিছু হ’ল না, আজ ডিটেন্‌ ক’রে রাখলে পাচটা অবধি । অপুর হঠাৎ বড রাগ হইল, ছন্থও হইল। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আমি তোমাদের সরকার কি রাধুনীঠাকুর তো নই, প্রতি ! কাল স্কুল-কলেজ সব বন্ধ ছিল, এজন্ম ভাবলাম আর যাব না। আমার যদি ভুলই হয়ে থাকে—তোমার সেই রকম মাস্টার রেখো যিনি এখানে বাজার-সরকারের মত থাকবেন । আমি কাল থেকে আর আসব না বলে शृांधिह । বাড়ির বাহিরে আসিয়া মনে হইল—দেওয়ানপুরের নির্মলাদের কথা। তাহারাও তে। অবস্থাপন্ন, তাহদের বাডিতেও সে প্রাইভেট মাস্টার ছিল, কিন্তু সেখানে সে ছিল ৰাড়ির ছেলের মত—নির্মলার মা দেখিতেন ছেলের চোখে, নির্মলা দেখিত ভাইয়ের চোখে—সে স্নেহ কি পথেঘাটে স্বলভ ? নির্মলার মত মমতাময়ীকে তখন সে চিনিয়াও চেনে নাই, আজ নতুন করিয়া ভাঁহাকে আর চিনিয়া লাভ কি ? আর লীলা ? সে কথা ভাবিতেই বুকের ভিতরটা যেন কেমন করিয়া উঠিল—যাক্ সে সব কথা । হাতের টাকায় কিছুদিন চলিল। ইতিমধ্যে কলেজে একটা বড় ঘটনা হইয়া গেল, প্রণব লেখাপড়া ছাড়িয়া কি নাকি দেশের কাজ করিতে চলিয়া গেল। সকলে বলিল, সে এনার্কিস্ট দলে যোগ দিয়াছে । প্রণব চলিয়া যাওয়ার মাসখানেক পর একদিন অপু হোটেলে থাইতে গিয়া দেখিল, মুন্দরঠাকুর হোটেলওয়ালার মুখ ভার ভার। ছ'তিন মাসের টাক। বাকী, পাওনাদার আর কত দিন শোনে ? অাজ সে স্পষ্ট জানাইল, দেন শোধ না করিলে আর সে খাইতে পাইবে না। বলিল–বাৰু, অন্ত খদের হলে মাসের পয়লাট যেতে দিই নে—ওই কৃষ্টেবোৰু খায়, ওদের পাটের কলের ছপ্তাটি পেলে দিয়ে দেয়—তুমি বলে আমি কিছু বলছি না—দু'মাসের ওপর यांछ निद्रङ्ग गांउ हिन। शांकू चांब *ांब्रट्वा मां, चांशूनि श्रांब चांगtवन न-त्रांभांब छां७ ५कखन छकब्रटनांकब्र cछ्रण cषtब्रटश् छांदप्व, पत्रांब कि कब्रद ? कषांछणि भूद छांदा ७वर चांदौ जगनउ नब्र, क्रुि षरेिरँउ निंबा ५व्रण क्रा अंडाांशांदन