পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

less frottet 1 cm introvert, few morbid introvert ay i stq stræ-statu groj ८कांन अकउ cनहै, उिख्ठ cनहै। उॉई cग औदानब्र क्रूजउथ अश्नां★रू७ गर्दीचाकब्रटन উপভোগ করতে পারে—জীবনের তুচ্ছতম ঘটনা থেকে, সাম্যস্ততম লাভক্ষতি থেকে, পখিকে পৰিকে পথের আলাপন' থেকে মহামূল্যবান অভিজ্ঞতার ঋদ্ধি লাভ করতে পারে। ’ অপুর জীবনের ইতিহাস তার ‘মনের আনন্দের প্রগতির ইতিহাস, তার ক্রমবর্ধমান চেতনার ইতিহাস। এই আনন্দময় চেতনার মধ্যেই অপুর চরিত্রের নিজস্ব বৈশিষ্ট্য নিহিত আছে । এই আনন্দ লে কোনদিন হারায় নি। কিন্তু এই আননোর স্বরূপটি কি ? এ আনন্দ মুখ নয়, সমৃদ্ধি নয়, সন্মান নয়, এমন কি মানসিক প্রশাস্তিও নয়। নানা দুঃখ, নানা দুৰ্দৈব, কত গ্লানি, কত শোক, কত অশান্তি অপুর জীবনে এসেছে, কিন্তু কিছুই তার মনের এই আনন্দধারাকে ব্যাহত করতে পারে নি। বস্তুতঃ একটু তলিয়ে ভেবে দেখলে বোঝা যাবে, সুখদুঃখ হাসি-কান্না বিরহ-মিলন শাস্তি-অশান্তি সব কিছু মিলিয়ে যে জীবন-রলের স্বট হয় সেই জীবনরসই এই আনন্মের একমাত্র উৎস। ছখহীন জীবন অসম্পূর্ণ জীবন-সম্পূর্ণতাই আনন। অপু পূর্ণতার সাধক, তাই আনন্দই তার জীবনের মৌল প্রেরণা। যে আনন্দ থেকে ব্ৰহ্মাওব্যাপী ভূভজগৎ স্বই হয়েছে সেই কেন্দ্রীয় আনন্দবঙ্কির একটা ফুলিঙ্গ কেমন করে ছিটকে এসে নিশ্চিন্দিপুরের শুামল ক্রোড়ে মুখমুপ্ত একটি শিশুর অন্তরে বাসা বেঁধেছিল। সেই বহিষ্ণুলিঙ্গের জ্যোতির্ময় দীপ্তিই তার সমস্ত চেতনাকে সারাজীবন উদ্ভালিত করে রেখেছে—তাকে সত্যকার জীবনরসরসিক করে তুলেছে। তাই অপু অসাধারণ —তাই সে অপরাজিত। এই নিবন্ধটিকে "অপরাজিত উপন্যাসের পূর্ণাঙ্গ সমালোচনা মনে করলে ভুল করা হবে। সমালোচনায় যে সব কথা থাকা বিশেষ প্রয়োজন তার অনেক কিছুই এতে নেই। বস্ততঃ বিভূতিভূষণের চরিত্রন্থটির নৈপুণ্য, তার প্রকৃতি-প্রীতির বৈশিষ্ট্য, তার রচনাশৈলীর অনন্তত প্রভৃতি নানাবিধ শৈল্পিক বিচারের চেষ্টাও এতে করা হয় নি—এজাতীয় বিচার-বিশ্লেষণের ভার যোগ্যত্তর হস্তে গুস্ত হলেই ভাল হয়। তা ছাড়া ‘অপরাজিত' উপন্যাসে নানা দোষত্রটি নিশ্চয় चांदइ-८कांन् निब्रव्र४ि८उहे व नां খাকৈ f—Even Homer nods. coeform cvta of দেবার চেষ্টাও আমি করি নি।" অপুর চরিত্রটিকে আমি নিজে যতখানি বুঝেছি এবং যে ভাবে বুঝেছি, এই আলোচনার চেষ্টা করেছি যথাসম্ভব সুশৃঙ্খলভাবে শুধু সেইটুকু বুঝিরে বলতে, কারণ আমার বিশ্বাস "অপরাজিত উপন্যাসের মূল তাৎপর্যটি অপুর চরিত্রের মধ্যেই নিহিত আছে। অপুর পূর্ণ পরিচয় জানতে না পারলে এ গ্রন্থের রসগ্রহণের চেষ্টা ব্যর্থ হতে বাধ্য।