পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X6:8 বিভূতি-রচনাবলী রাত্রে সে-সব কত সাধ, কত আশার গল্প-মায়ের সোনার দেহ কোলাতীরের শ্মশানে চিতগ্নিতে পুড়িবার রাত্রি হইতে সে আশা-আকাঙ্ক্ষার তো সমাধি হইয়াছিল.মাকে বাদ দিয়া জীবনের কোন উৎসব. অপু আকুল চোখের জলে চারিদিকে ঝাপসা হইয়া আসিল । বৈশাখী শুক্লা স্বাদশী রাত্রির জ্যোৎস্না যেন তাহার পরলোকগত দুঃখিনী মায়ের আশীর্বাদের মত তাহার বিভ্রান্ত হৃদয়কে স্পর্শ করিয়া সরল শুভ্র মহিমায় স্বৰ্গ হইতে ঝরিয়া পড়িতেছে। আেপরাজিত প্রথমাংশ সমাপ্ত