পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃণাস্কুর ףט\ל সেই কেওট, সেই হালিশহর, সেই হুগলী—বহুদূরের বাড়ির সে শাস্ত অপরাহ্। যেখানে পথের ধারে শুামাচরণদাদার কাঠ কাটিয়েচে, শৈশবের মত সেই কাঠের গুড়োগুলো এখনও পথের ধারে যেন রয়েচে—এসব ভাবলে সে এক অপূর্ব, বিচিত্র আনন্মে মন পরিপূর্ণ হয়। জীবনের সেই মধুর-প্রভাত-দিনগুলোর কথা মনে হয়। কাল দিদিমা গল্প করছিল, কবে নাকি সেই জাহ্নবী স্বানে কেওটা গিয়েছিলেন ; বাবা সকালে মুখ ধুচ্ছিলেন আমি পেছনে দাড়িয়ে ছিলুম। বুড়ি ঠিক মনে করে রেখেচে । সেই দিনটি থেকে জীবন আরম্ভ হয় না ?...... এসেই ওদের বাড়ি গেলুম জগদ্ধাত্রী পূজার নিমন্ত্রণে। বিস্তৃত, ঘণ্ট, খুব খেলা করলে। সেখান থেকে এই ফিঙ্কুচি। ভারী ঘটনাবহুল দিনটি। ভোরে উঠে প্রথমে গেলুম হেঁটে ইডেন গার্ডেনে। শিশিরশিক্ত ঘাসের ধীরে ধারে বেড়াতে বেড়াতে খালের জলের রক্ত-মৃণালগুলি দেখছিলুম। দুটি রাঙা ফ্রক পরা ফিরিঙ্গি বালিকা ফুল তুলে বেড়াচ্ছিল। কেয়াঝোপে খনিকটা বসে বলে *"আলোক-সারথির ছক্‌ কাটলুম। পরে দু’খানা বায়েস্কোপের টিকিট কিনে বাড়ি ফিরবার পথে রমাপ্রসয়ের ওখান হয়ে এলুম। বৈকালে প্রথম গেলুম প্রবাসী অফিসে। কেদারবাবু মোটরে ঢুকচেন, গেটের কাছে নমস্কার বিনিময় হোল। সজনীর ঘরে গিয়ে দেখি ডাঃ মুশীল দে বসে আছেন। একটু পরে নীহারবাবুও এলেন। খুব খানিক গল্প-গুজবের পর তিনজনে গেলুম সজনীর বাড়ি। উষাদেবী চলে গিয়েচেন। আমার বইখানি গিয়েচেন নিয়ে। সেখানে “বাশি বাজে ফুল বনে" গানটা শুনলুম না বটে, একটা জৌনপুরী টোড় রেকর্ড শুনলাম। চা পানের পরে ডা: দে বাড়ি চলে গেলেন ; আমরা তিনজনে গেলুম বায়োস্কোপে । পথে বার বার চেয়ে দেখছিলুম—আজ পূর্ণিমা, মানিকতলা স্পারের পিছন থেকে পূর্ণচন্দ্র উঠচে । বহুদূরের আমাদের বাড়িটাতে নারিকেল গাছটার পিছন থেকে চাদটা ওই রকম উঠচে হয়ত। সেই সময়টা সেই “আমার অপূর্ব ভ্রমণ" "রাজপুত জীবন সন্ধ্য"—সেকি অপূর্ব শৈশবের আনন্দ উৎসাহ,-কি অপূর্ব বিচিত্র জীবনটা তাই শুধু ভাবি । Sunrise filmটা মন নয়। হিন্দুস্থান রেস্তোরায় খেতে গিয়ে গিরিজাবাবুর সঙ্গে দেখা, নমস্কার বিনিময় ও আলাপ হোল। —বাবু B. P. C. C. থেকে returned হয়েচেন শুনলুম, মনটা একটু দমে গেল। বারোস্কোপ দেখে ফেরবার পথে দীনেশ দাশের সঙ্গে দেখা। প্রবাসী অফিসে মানিকবাবু জানালে, কোরবাৰু মঙ্গলবারে লেখা চান। আবার প্রবাসীতে বাবার আগে বিচিত্র অফিসে উপেনবাবু ডেকে পাঠিয়েছিলেন, তিনিও খুব শীঘ্র লেখা চান। Sub Editor-R declarationbi às firs & fsf gfäftww তারপর বারোস্কোপ থেকে গেলুম বিভূতিদের বাড়ি। নিমন্ত্রণ ছিল। সেখানে দেখি

  • পরে অপরাজিত' নামে প্রকাশিত ।