পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৌরীফুল ૨૧d পরের দিন সকালে সেই মেয়েটিই আবার চা নিয়ে এল। এদিন সে অভ শীঘ্ৰ চলে গেল না। তাকে জিজ্ঞাস করলাম—তুমি বুঝি স্কুলে পড়–ন ? সে বললে—আমি মিডফোর্ড গালর্স স্কুলে পড়ি । —কোন ক্লাসে পড় ? —এবারে ফোর্থ ক্লাসে উঠেছি এই জানুয়ারী মাসে . —কি কি বই পড় ? কিছুক্ষণ ধরে আমাদের কথাবার্তার ধারা ওই পথ ধরেই বেয়ে চললো। বিকালে সে আপনিই আবার এল। আমার ঘরের চেয়ারটার হাতলের ওপরে বসলো। বলল—আপনি বুঝি বই লেখেন ? —কি করে জানলে বল দেখি ? —আপনার নাম দেখেছি, আমাদের বাডিতে মাসিকপত্র আসে, তাতে আছে . —কই কোন মাসিকপত্র আনো তো দেখি। বীণা দু'তিনখান মাসিক পত্র নিয়ে এল। একটাতে আমার "বিদেশী ব্যাঙ্ক ও আমাদের কর্তব্য” বলে একটা অর্থনৈতিক প্রবন্ধ বার হয়েছিল বটে ; সেইটা বীণা খানিকক্ষণ ধরে পড়লো। তারপর সেটা মুড়ে রেখে এrগল্প ও-গল্প করতে লাগলে। আমি মুখে মুখে ট্রানমেশন জিজ্ঞাসা করলাম—সবগুলোর উত্তর দিলে। ঢাকা মিউজিয়াম দেখতে যাবার ইচ্ছা ছিল। বিকালটায় কিন্তু বীণা অনেকক্ষপ ধরে ঘরে বসে রইলো—মিউজিয়াম দেখতে না যাওয়া হোলেও কোনো ক্ষতি অনুভব कग्नजांभ न ! শেযরাত্রে কি জন্তে ঘুম ভেঙে গিয়েছিল, কানে গেল বাড়ির মধ্যে মেয়েলি গলায় কে চেচিয়ে চেচিয়ে ইউক্লিডের জিওমেটি *Too-Two tangents can be drawn to a circle from an external point and they are equal and also subtend- ভারী আশ্চর্য লাগলো। বীণা নিশ্চয়ই নয়—কারণ ফোর্থক্লাসে জিওমেটির ট্যান্‌জেণ্ট কোনো স্কুলেই পড়ানো হয় না—তা ছাড়া সেটা বীণার গলাও নয়। ঘড়িতে দেখলাম রাত চারটে বেজেছে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাত্রে চারটের সময় কার জ্ঞান-পিপাসা এত প্রবল হয়ে উঠেছে জানবার ভারী ইচ্ছা হোল । সকালে বীণা চা নিয়ে আগতেই জিজ্ঞাসা করলাম—বীণা, শেষরাত্রে কে জিওমেটি পড়ছিল বাড়ির মধ্যে—তুমি ? so বীণা হেসে বললে—আমি না, ও দিদি—এইবার ম্যাটিক দেবে। এই সামনের বুধবার থেকে একজামিন বলবে কিনা ? আমি বললাম—কই, তোমার দিদি ম্যাটিক দিচ্ছেন সে-কথা তো শুনিনি ? স্কুলের গাড়িতে তো তুমিই একলা যাও দেখেছি” يبي