পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৌরীফুল ఫ్చిమ প্রকাও রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠলোঁ!’চাকরি তো বজায় রাখা চাই ? কিছু নয় রে বাপু, ও-সব চাকরিবাজী ! তবে এসব কথার মূল্য বড়ই কম ; কারণ জ্ঞানবিজ্ঞানের সঙ্গে আমার ও এ-সব বিজ্ঞ লোকের চিরদিন ভাস্কর-ভাদ্রবেী সম্পর্ক। সেদিন দুপুর বেলা ডা: সেন যখন তার নিজের লাইব্রেরীতে সেনরাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন, আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মত সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন । খানিকক্ষণ থেjশগল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব বাগ্র হয়ে পড়েছেন । এ-কথা সে-কথার পর ডা: সেন বললেন—চা আনাই, একটা গল্প শোনে । এটা আমি কখনো কারুর কাছে বলিনি, তবে পুনার সাহেব কিছু কিছু শুনেছেন। বাইরে সে দিন খুব শীত পড়েছিল। দরজা বন্ধ করে সুকুমারবাবুর গল্প শোনবার জন্ত বসলাম। চা এল, চ থেডে খেতে মুকুমারবাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরানে ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে । এটা কতদিনের, ত। সেখানকার লোকে কেউ বলতে পারে না । অনেক দিন ধরে ঢিবিট। ঐ রকমেই দেখে আসছে—এটা করি বা কোন সময়ের তা তারা কিছুষ্ট বলতে পারে না । ঢাকা মিউজিয়ম থেকে সেবার ঐ টিকিট খোড়বার কথা উঠলো। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান-সমিতি ও ঢাকা-সাহিত্য-পরিযৎ শাখা থেকে ওটা কয়েকবার খেড়বার প্রস্তাব হয় –কিন্তু টাকার যোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান। আমার কাছে যখন কথা উঠলে, তখন আমারও মত ছিল না । কারণ, আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাবার আশা নেই। অবশেষে কিন্তু আমার আপত্তি BBB BS BS BBBB BB BBBS BBB BB S BB BBBB BBBB BBB তত্ত্বাবধানের ভার নিলাম। গিয়ে দেখলাম, যে-ঢবিট কাটাতে হবে তার কাছে আর একটা ঠিক তেমনি চিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দীঘি আছে, তা প্রায় মজে এসেছে। ঢিবি দুটো খুব বড় বড়। ময়নাকাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিমদিকের ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম : পূর্বদিকের ঢিবিটা একটু ছোট, তার পেছনের ঢালু দিকটায় খানিকটা ফাকা ঘাসের জমি আছে। স্থানটা কতকটা নির্জন । সাধারণতঃ খননকার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে, নিয়ে কাজ আরম্ভ করি । তারপর কাজ এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ স্বত্র ধরে, আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। পাটনা excavation-এর সময় এতে খুব কাজ হয়েছিল। কিন্তু ছোটো দুটো গ্রাম্য চিবি খুঁড়ে তুলতে আমি এ-সব করবার আবশ্বক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন-কার্য