পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ বিভূতি-রচনাবলী বনের মধ্যে যখন পথ আর দেখা যায় না, তখন আশ্রয় মিললো । নিবিড় বনপর্বতের মধ্যে খড়ের ঘর। এত বড় নির্জন বনের মধ্যে আমরা মোটে দুটি প্রাণী । রাত্রে রায় হল শুধু ভাত। অন্ত কোনো উপকরণ নেই, চুন পর্যন্ত না, এদেশের লোকের দেখলুম মুন না হলেও চলে। এর আগেও অনেক বার দেখেচি, চুনকে এরা রন্ধনের একটা অত্যাবগুক উপকরণ বলে আদৌ মনে করে না। সমস্ত দিন পথ হাটার পর শুধু ভাতই অমৃতের মতো লাগলো আমাদের মুখে । বিছানায় শুয়ে পড়বার আগে আমি একবার বাইরে গিয়ে অরণ্যানীর নৈশক্লপ দেখতে চাইলুম, ডাকপিয়াদ আমাকে বাইরে যেতে বারণ করলে। তারপর সে একটা গল্প বললে । - মানালে থেকে পঞ্চাশ ষাট মাইল দূরে কোথায় গবর্নমেন্টের রিজার্ভ ফরেস্ট আছে। সেখানে একজন নতুন ফরেস্ট রেঞ্জার এসে একবার ডাকবাংলোয় উঠলো। ডাকবাংলোটির চারিধারে নিবিড় বন, সঙ্গের কুলির বলে দিলে সন্ধ্যা হলেই সাহেব যেন আর বাইরে থাকে না, ডাকবাংলোর দরজা জানালা ভালো করে বন্ধ করে দেয়, আর বেশ ভালো করে রোদ উঠবার আগে যেন দরজা খুলে বারানাতে না আসে। রেঞ্জার ছিল মাদ্রাজী মুসলমান, খুব সাহসী, ত্রিশের মধ্যে বয়স। সন্ধ্যা হবার একটু আগেই সে দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। কিছুক্ষণ পরেই তার মনে পড়লো তামাক খাওয়ার পাইপট বারানীয় টেবিলে ফেলে রেখে এসেচে। তখনও ভালো করে অন্ধকার হয়নি—সাহেবের সঙ্গে ধে আরদালি ছিল সেও এ সব অঞ্চলে নতুন লোক। আরদালি ভাবলে চট করে দরজা খুলে পাইপট নিয়ে আসবে। বাইরে গেল কিন্তু সে ফিরলো না ; তার দেরি হতে দেখে সাহেব বারানীয় গিয়ে কোনোদিকে আরদালির চিহ্ন দেখতে পেলে না । বাংলোর বাইরে কিছু দূরে কুলিদের থাকবার ঘরে আট দশজন কুলি ছিল, সাহেবের চীৎকারে তার মশাল জালিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে জড় হল । বারানার ও প্রান্তে দেখা গেল বাঘের পায়ের থাবার দাগ। পরদিন দূর বনের মধ্যে হতভাগ্য আরদালির দেহাবশেষ পাওয়া যায়। এ ধরনের গল্প আমি কিন্তু এর আগে মুন্দরবন সম্বন্ধে শুনেছিলুম। সুতরাং এ গল্পে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তবে বনের মধ্যে খড়ের ঘরের কোণে শুয়ে মন লাগে না শুনতে এ ধরনের কাহিনী । আমি ওকে বললুম—তুমি ইংরেজি শিখলে কোথায় ? ডাকপিয়াদা বললে—প্রোমের মিশনায়ী স্থলে। —তোমার বাড়িতে কে কে আছে ? -८कठे cनहे, श्रांछ जलदछ्द्र झ्ण भी शांब्रां शिरङ्गप्छन, उांद्रभद्र दांफ़िe cनहे। छांकপেয়ার কাজ করি, সিজুতে বাস নিয়ে থাকি। লোকটাকে বেশ লাগলো। অনেক রাত পর্যন্ত জেগে ওর সঙ্গে গল্প করলুম। ওর ইচ্ছে বিয়ে করে, কিন্তু সামান্ত মাইনে পায় বলে সাহসে কুলোয় না।