পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিযাত্রিক 8X > —কান্টের মতো দার্শনিক একটা ছোট শহরে ছিলেন জার্মানির, এত বড় চিন্তা করবার খোরাক পেয়েছিলেন সেখানে থেকেই। শহরে না থাকলেই লোক পুরোনো হয় বলে মনে কর কেন ? নতুন আর পুরোনো অভ্যন্ত সাধারণ ধরনের শ্রেণীবিভাগ—নতুন মাত্রেই ভালো নয়, পুরোনো মাত্রেই মূল্যহীন নয়—একথা তোমাকে তো বলবার দরকার করে না। এই সময় শিক্ষক দুটি এসে পৌঁছুলো। তার দূর থেকে আমাদের দেখতে পেয়ে এই দিকেই এল। ড্রইং মাস্টার বিনীতভাবে বললে—মস্টার বাবু, চা করে আনি ? আর রাত্তিরে আপনারা কি থাবেন ? আমি তাদের বসালুম বেঞ্চিতে। তারা বসতে চায় না—চা করে এনে না হয় বসচে এখন, দেরি হয়ে যাবে চায়ের–আসলে হেডমাস্টারের সঙ্গে এক বেঞ্চিতে বসতে বোধহয় সঙ্কোচ বোধ করে, আমার অন্তত তাই মনে হল। আমি বললুম—আচ্ছ, আপনাদের এই গায়ের মাঠ কেমন লাগে আপনাদের কাছে ? ড্রইং মাস্টার বললে—বেশ লাগে, মেঘনার ধারে আরও ভালো। চলুন, যাবেন ? জ্যোৎস্নারাত, ভারি চমৎকার দেখতে হয়েচে। মাস্টারবাবু যদি যান— আমার সেকথা মনেই ছিল না। সিকি মাইল দূরে মেঘনা, জ্যোৎস্নারাত্রে মেঘনার তরঙ্গভঙ্গ দেখবার লোভ সামলাতে পারা গেল না । বন্ধুকে নিয়ে আমরা গেলুম মেঘনার ধারে। ওপারে কি একটা গ্রাম, এপারে দিগন্তবিস্তীর্ণ প্রান্তর, মাঝে মাঝে বঁাশবন, বনঝোপ । নোয়াখালি জেলার মেঘনা যতখানি চওড়া দেখেচি, এখানে নদী তার চেয়ে ছোট। তবুও আমার মনে হল জলরাশির এমন শোভা দেখেছিলুম শুধু কক্সবাজারের ও মডুর সমুদ্রতীরে। সদ্বীপের তাণীবন-খাম উপকূল শোভ সেই এক সন্ধ্যায় স্টীমারের ডেক থেকে প্রত্যক্ষ করে মনে যে আনন্দ পেয়েছিলুম, আজও যেন সেই ধরনের আনন্দই আবার ফিরে এল মনে। আমার বন্ধুটি মেঘনার ধারে বড় একটা আসেন না, তিনিই বললেন। এই সিকি মাইল পথ তিনি হাটতে রাজি নন। বললেন—আমার ওসব ভালো লাগে না, জল দেখে তোমাদের যে কি কবিত্ব উথলে ওঠে তোমরাই বলতে পারে । ড্রইংমাস্টার লোকটি বেশ প্রকৃতি-রসিক—প্রাকৃতিক দৃশ্ব দেখবার মতো চোখ আছে ওঁর, একথা মনে মনে আমাকে স্বীকার করতেই হল। আমার বন্ধু বললেন—আসলে তোমরা এতে দেখ কি বলতে পারো ? —কি করে বোঝাবো ? এই নদী, জল, জ্যোৎস্না-ভরা আকাশ–এ বেশ ভালো লাগে, তাই দেখি। —কোন দিক থেকে ভালো mito-picture effect of the landscape 7 —তাই বটে। কিন্তু তার চেয়েও বেশি। —তুমি কি অস্বীকার করতে পারে যে তুমি বাকে একটা মন্ত spiritual আনন্দ বলে मtन कब्राक, उांब गवर्षांनिहे sensuous ?