পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃ: বিভূতি-রচনাবলী —আপনি যেখানে যাচ্চেন, ওদিকে জঙ্গল বেশি, অনেকে জঙ্গল ইজারা নিয়ে কাঠ বিক্রি कट्टुझैँ । —কোনো বাঙালীকে ব্যবসা করতে দেখেচেন এদিকে ? —একজন আছেন তার নাম আমি জানিনে, অমর-কন্টকের কাছে অনেক বন তিনি ইজারা নিয়ে কাঠ চালান দিতেন জানি । বন কোথাও কেটে ফেলেচে, একথা আমার ভালো লাগে না। অর্থের জন্তে প্রকৃতির হাতে সাজানো অমন সৌন্দর্যভূমি বিনষ্ট করা বর্বরতা ছাড়া আর কিছু না। এমন একদিন আলবে যেদিন লোকে এ ভুল বুঝতে পারবে, কিন্তু অরণ্য সৌন্দর্য তখন পৃথিবীতে কোথাও অবশিষ্ট থাকবে কিনা কে জানে ? এখান থেকে দারকেশ মাত্র দশ মাইল। সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছনো যাবে। আমি আমার সঙ্গীদের বললুম, কার্গিরোড থেকে মোটে বত্ৰিশ মাইল শুনেছিলুম দ্বারকেশা, এ তো তার অনেক বেশি হয়ে গেল— - ওরা বললে–বাৰু, চল্লিশ মাইলের ওপর ছাড়া কম হবে না, তবুও আপনাকে আমরা খানিকটা সোজা পথ দিয়ে এনেচি। আসল পথটা ঘুরানো, কিন্তু এর চেয়ে ভালো। সালকোণ্ড চুনের ভাটি ছাড়িয়ে জমি ক্রমশ নীচু হয়ে গেল। যখনই এমন হয় তখনই আমি জানি এবার নিশ্চয়ই কোনো নদী আছে সামনে । হলও তাই, একটা খরস্রোতা পাহাড়ী নদী পড়লো সামনে, তার নামও সালকোণ্ডা। নদীর ওপর কাঠের গুড়ি ফেলে দিয়ে পুল তৈরি করা, তার ওপর দিয়ে ঘোড়া যাবে না, অথচ নদীর বেগ দেখে মনে হল, না জানি গভীরতাই বা কতটা । ঘোড়া নামিয়ে দিলুম। দেখি ক্রমশ জল বাড়চে, ক্রমে আমার এমন অবস্থা হল রেকর্ণব থেকে পা তুলে পা দুখান মুড়ে জিনের দুপাশে নিয়ে এলুম, তখনও জল বাড়চে। পার্বত্য নদীতে বৃষ্টি নামলেই আর দেখতে হবে না কোথা থেকে যে জল বাড়বে | জিনে পর্যন্ত জল ঠেকিয়ে তখন ঘোড়া দেখি আর একটু উচু জায়গায় পা পেলে। ডাঙায় উঠে এমন গা-ঝাড় দিয়ে উঠলো বুনো ঘোড়াটা যে, আমায়সুদ্ধ, জিনমুদ্ধ ফেলে দিয়েছিল আর কি। যে ঘোড়ার চাল থাকে না, সে ঘোড়ার আদব-কায়দা কখনই মুমার্জিত ও ভদ্রতাসঙ্গত হয় না, এ আমি বহুদিন থেকে দেখে আসচি। এই দশ মাইলের শোভা কিছুই নেই, তবে এক চক্রবাল থেকে অন্ত চক্রবাল পর্যন্ত বিস্তীর্ণ উচুনীচু মরুম-কাকরের ডাঙার যদি কারোর কাছে মূল্য থাকে, সে হিসেবে এ অঞ্চলের তুলনা নেই। শুধু Space যাদের ভালো লাগে, জনহীন মুক্ত Space, তাদের কাছে এমন স্থান হঠাৎ কোথাও মিলবে না। পৃথিবীর মুক্তরূপের মহনীয় সৌন্দর্যে এ স্থান সত্যিই অতুলনীয়। তবে অনেকে এর মধ্যে গাছপালা হয়তো দেখতে চায়, হয়তো ভাবে, এতটা ফাকা কেন cब बांभू, भांटक यांएक झु-नभप्ले भांणtवां* थांकरण ७मन दी कि धन शङ !