পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃፍ) বিভূতি-রচনাবলী —অনেকবার বাবুজি। আমার এক বন্ধু ভালো শিকারী ছিল, সে বনে মাচান বাধলে, বাঘ শিকার করবার জন্তে । অনেকদিন আগের কথা । —তারপর ? - —আমি বললুম আমার সঙ্গে নাও। সে প্রথমে কিছুতেই রাজি হয় না, তারপর রাজি হল একটা শর্তে। বললে—মৗচানে তোমায় বেঁধে রাখা হবে। আমি তো অবাক, বেঁধে রাখা হবে কেন ? সে বললে, যখন বাঘ আসবে, তখন তুমি এমন লাফ-বাপ মারবে ভয়ে যে মাচান থেকে পড়ে যেতে পারো—হয়তো আমারও বিপদগ্ৰস্ত করতে পারে। আমি রাগ করলুম বটে মনে মনে, কিন্তু রাজি হয়ে গেলুম। —বেঁধে রাখলে নাকি ? - —মাচানের খুঁটি আর গাছের গুড়ির সঙ্গে দড়ি দিয়ে কষে বেঁধে রাখলে। পরে বুঝেছিলুম এই বেঁধে রাখবার জন্তই সেদিন আমার আর আমার বন্ধুর প্রাণরক্ষা হয়েছিল। রাত বেশি হল, মাচার ওপর আমরা মাত্র দুজন। এই যে বন দেখচেন, এই বনেরই ব্যাপার। তবে তখন আরও ঘন ছিল, এখন ইজারাদারের কেটে কেটে অনেক সাবাড় করে দিয়েচে। অনেক রাত্রে বাঘ এল—প্রকাও ম্যান-ঈটার। আমার বন্ধু বললে–গুলি করে। আমি জীবনে তখন বন-মুরগী ছাড়া কোনো বড় জন্তু মারিনি—আর বুনো বাঘ কখনো দেথিওনি। তার গর্জন শুনে আর চেহারা দেখে আমার হাত পা কাপতে লাগলো। বন্দুক হাত থেকে পড়ে যায় আর কি। তারপর সেই বাঘ যখন আমার বন্ধুর গুলি খেয়ে লাফ মেরে ভীষণ হাক দিয়ে দিয়ে সামনে উঠতে গেল—আমি মাচানের পেছন দিয়ে লাফ দিয়ে মাটিতে পড়বার চেষ্টা করলুম। আমার তখন জ্ঞান নেই, বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েটে ভয়ে। দু-দুবার বাঘ লাফ মারলে ছ সেকেণ্ডের মধ্যে দুবার, আমি পেছন থেকে লাফ দিয়ে মাটিতে পড়বার চেষ্টা করলুম সেই দুই সেকেণ্ডের মধ্যে। পারলুম না শুধু গাছের সঙ্গে বাধা আছি বলে। তখন বন্ধু বললে, যদি তোমায় না বাধতুম, বুঝেচ এখন কি হত? —বাঘ মারা পড়লো শেষ পর্যন্ত ? —না, সে রাত্রে সেটা পালালে। পরদিন সকালে এক মাইল দূরে এক জায়গায় ঘাসের মধ্যে বসে আছে, তখন আবার গুলি করা হল। বাঘ চার্জ করলে—তখন দুই ভুরুর মাঝখানে আর এক গুলি। ওই হচ্চে আসল জায়গা, যতক্ষণ ওখানে গুলি না লাগচে, ততক্ষণ বাঘ বা কোনো জন্তু কাৰু হবে না। অন্ত যে কোনো জায়গায় গুলি লাগলে, বাঘ জখম হতে পারে বটে, মরবে না। আমি জানতুম মাধোলাল বড় শিকারী না হলেও ইদানীং জানোয়ার মেরেচে অনেক। আমার বন্ধুর মুখেই ওর শিকারের অনেক গল্প শুনেচি। বললুম-আচ্ছা মাধোলালজি, অনেক বনে তো বেড়িয়েচ, কখনো কোনও অদ্ভূক্ত ধরনের জানোয়ার, যার কথা কেউ জানে না—এমন কিছু দেখেচ ? 錄