পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাজিত ¢ፃ 敦 জানি নে, গরম জল আনতে ব'লে দিয়ে এলাম, এমন ক’রে সেঁক দেবেী-লাগে তো লাগবে —ফুটুমি করার বাহাদুরি বেরিয়ে যাবে-কমলা লেবুখাবেন একটা 1–ন, তাও না ? মনিয়া চাকর গরম জল আনিলে নির্মলা অনেকক্ষণ বসিয়া বসিয়া ব্যথার উপর গেক দিল ; নির্মলার ভাইবোনের সব দেখিতে আসিয়া ধরিল—ও দাদা, এইবার একটা গল্প বলুন না। অপুর মুখে গল্প শুনিতে সবাই ভালবাসে । নির্মলা বলিল—ইn, দাদা এখন পাশ ফিরে গুতে পারছেন ন!—এখন গল্প না বললে চলবে কেন ? চুপ ক'রে বসে থাকে সব—নয়তো বাড়ির মধ্যে পাঠিয়ে দোব। পরদিন সকালটা নির্মলা আসিল না । দুপুরের পর আসিয়া বৈকাল পর্যন্ত বসিয়া নানা গল্প করিল, বই পড়িয়া শুনাইল । বাডির ভিতর হষ্টতে থালায় করিয়া আখ ও শাখ-আলু কাটিয়া লইয়া আসিল । তাহার পর তাহাদের পন্থমেলানোর আর অস্ত নাই। নির্মলার পদটি মিলাইয়া দিয়াই অপু তাঁহাকে আর একটা পদ মিলাইতে বলে—নির্মলাও অল্প কয়েক মিনিটে তাহার জবাব দিয়া অন্ত একটা প্রশ্ন করে - কেহ কাহাকেও ঠকাইতে পারে না । ডেপুটীবাবুর স্ত্রী একবার বাহিরের ঘরে আসিতে আসিতে শুনিয়া বলিলেন—বেশ হয়েছে, আর ভাবনা নেই—এখন তোমরা দু’ভাইবোনে একটা কবির দল খুলে দেশে দেশে বেড়িয়ে বেড়াও গিয়ে— অপু লজ্জিত হইয়া চুপ করিয়া রহিল। ডেপুটীবাবুর স্ত্রীর বড় সাধ অপু তাহাকে মা বলিয়া ডাকে। সে যে আড়ালে তাহাকে মা বলে, তাহা তিনি জানেন–কিন্তু সামনাসামনি অপু কখনো তাহাকে মা বলিয়া ডাকে নাই, এজন্ত ডেপুটীবাবুর স্ত্রী খুব দুঃখিত। অপু যে ইচ্ছা করিয়া করে না তাহা নহে। ডেপুটীবাবুর বাসার থাকিবার কথা এবার সে বাড়িতে গিয়া মায়ের কাছে গল্প করাতে সর্বজয়া ভারী খুশী হইয়াছিল। ডেপুটীবাবুর বাড়ি ! কম কথা নয় । সেখানে কি করিয়া থাকিতে হইবে, চলিতে হুইবে সে বিষয়ে ছেলেকে নানা উপদেশ দিয়া অবশেষে বলিয়াছিল—ডেপুটীবাবুর বউকে মা বলে ডাকবি—আর ডেপুটীবাবুকে বাবা বলে ডাকবি— অপু লজ্জিত মুখে বলিয়াছিল—স্থা, আমি ওসব পারবো না— সর্বজয়া বলিয়াছিল—ততে দোষ কি —বলিস, তারা খুশী হবেন—কম একটা বড়লোকের আশ্রয় তো নয় —তাহার কাছে সবাই বড় মাছুষ । অপু তখন মায়ের নিকট রাজী হইয়া আদিলেও এখানে তাহা কার্ষে পরিণত করিতে পারে নাই। মুখে কেমন বাধে, লজ্জা করেণ একদিন—মপু তখন একমাস হইল সারিয়া উঠিয়াছে—নির্মলা বাহিরের ঘরে চেয়ারে বসিয়া কি বই পড়িতেছিল, ঘোর বর্ষ সারা দিনট, বেলা বেশী নাই—ষ্টি একটু কমিয়াছে। অপু বিনা ছাতার কোথা হইতে ভিজিতে ভিজিতে আসিয়া দৌড়াইয়। ঘরে ঢুকিতেই নির্মল বই মুড়িয়া ৰলিয়া উঠিল—এ, আপনি যে দাদা ভিজে একেবারে—