পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাজিত (tè একাদশীর দিনই পশ্চিমে চলে যাবে, আমাকে রাণুদি বললে, ভাড়ার টাকা দিচ্ছি, তাকে একবার নিয়ে আয় এথানে—ছবচ্ছর দেখা হয় নি—ত আমার আবার জয় হ’ল—দিদির বাড়ি এসে দশ-বারোদিন পড়ে রইলাম—তোর ওখানে আর যাওয়া হ'ল না—ওরাও চলে গেল পশ্চিমে— —ভাড়ার টাকা দেয় নি ? পটু লজ্জিত মুখে বলিল—স্থ্য, তোর আর আমার যাতায়াতের ভাড়া হিসেব ক’রে—সেও খরচ হয়ে গেল, দিদি কোথায় আর পাবে, আমার সেই ভাড়ার টাকা থেকে নেবু ডালিম ওষুধ—সব হ'ল। রাণুদির মতন অমন মেয়ে আর দেখি নি অপুদ, তোর কথা বলতে তার চোখে জল পড়ে— হঠাৎ অপুর গলা যেন কেমন আড়ষ্ট হইয়া উঠিল—সে তাড়াতাড়ি কি দেখিবার ভান করিয়া জানালার বাহিরের দিকে চাহিল। —শুধু রাণুদি না, যত মেয়ের শ্বশুরবাড়ি গেলাম, রাণীদি, আশালত, ওপাড়ার স্বনয়নীদি —সবাই তোর কথা আগে জিজ্ঞেস করে— ঘণ্টা দুই থাকির পটু চলিয়া গেল। দেওয়ানপুর স্কুলেই ম্যাটিকুলেশন পরীক্ষা গৃহীত হয়। খরচপত্র করিয়া কোথাও যাইতে হইল না। পরীক্ষার পর হেডমাস্টার মিঃ দত্ত অপুকে ডাকিয়া পাঠাইলেন। বলিলেন— বাড়ি যাবে কবে ? এই কয় বৎসরে হেডমাস্টারের সঙ্গে তাহার কেমন একটা নিবিড় সোঁহার্দ্যের সম্বন্ধ গড়িয়া উঠিয়াছে, দু'জনের কেহই এতদিনে জানিতে পারে নাই সে বন্ধন কতটা দৃঢ়। অপু বলিল-সামনের বুধবারে যাব ভাবছি। —পাশ হলে কি করবে ভাবছো ? কলেজে পড়বে তো ? —কলেজে পড়বার খুব ইচ্ছে, স্তর। —যদি স্কলারশিপ না পাও? অপু মৃদু হাসিয়া চুপ করিয়া থাকে। —ভগবানের ওপর নির্ভর করে চলে, সব ঠিক হয়ে যাবে। দাড়াও, বাইবেলের একটা জায়গা পড়ে শোনাই তোমাকে— - মিঃ দত্ত খ্ৰীষ্টান। ক্লাসে কতদিন বাইবেল খুলিয়া চমৎকার চমৎকার উক্তি তাঁহাদের পড়িয়া শুনাইয়াছেন, অপুর তরুণ মনে বুদ্ধদেবের পীতবাসধারী সৌম্যমূর্তির পাশে, তাহাদের গ্রামের অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষীর পাশে, বোষ্টমদাদু নরোত্তম দাসের ঠাকুর শ্রীচৈতন্তের পাশে, দীর্ঘদেহ শাস্তনয়ন যীশুর মুক্তি কোন কালে অঙ্কিত হইয়া গিয়াছিল—তাহার মন ধীশুকে বর্জন করে নাই, কাটার মুকুট পর, লাস্থিত, অপমানিত এক দেবোম্মাদ যুবককে মনে প্ৰাণে বরণ করিতে শিথিয়ছিল । 蠟 - মিঃ দত্ত বলিলেন—কলকাতাতেই পড়ে—অনেক জিনিস দেখবার শেখার জাছে