পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Υγλο' বিভূতি-রচনাবলী পথযাত্রায় এবং তাদের দুজনের জীবনের এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার দিকে । জাহাজ সমূত্রে পড়েছে। বিস্তীর্ণ জলরাশি ও অনস্ত নীল আকাশ ছাড়া আর কিছু দেখা যায় না । একদিন দুপুরে বিমল স্বরেশ্বরকে উত্তেজিত স্বরে ডাক দিয়ে বল্লে—চট করে চলে আহন, দেখুন, কি একটা জন্তু ! জন্তুটা আর কিছু নয়, উড্ডীয়মান মৎস্য। জাহাজের শব্দে জল থেকে উঠে খানিকট উড়ে আবার জলে পড়ে অদৃপ্ত হয়ে গেল। জীবনে এই প্রথম স্বরেশ্বর উড্ডীন মৎস্য দেখলে ; ছেলেবেলায় চারুপাঠে ছবি দেখেছিল বটে। 缘 মাঝে মাঝে অন্য অন্য জাহাজের সঙ্গে দেখা হচ্ছে। প্রায়ই কলিকাতাগামী জাহাজ। ওরা জাহাজের নাম পড়ছে—ণ্ডর কেন, সবাই। এ অকূল জলরাশির দেশে অন্য একখানা জাহাজ ও অন্য লোকজন দেখতে পাওয়া যেন কত অভিনব দৃশু ! শত শত যাত্রী ঝুকে পড়েছে সাগ্রহে রেলিংয়ের ওপর, নাম পড়ছে, কত কী মন্তব্য করছে। ওরাও নাম পড়লে—একখানার নাম ড্যালহাউসি, একখানার নাম ইরাবতী, একখানার নামের কোন মানে হয় না—কিলাওয়াজা—অন্ততঃ ওরা তো কোন মানে খুজে পেলে না। একখানা জাপানী এন. ওয়াই. কে লাইনের জাহাজ হিন্দুমারু, উদীয়মান স্বৰ্য্য আঁকা পতাকা ওড়ানো। দুদিনের দিন রাত্রে বেসিন লাইট হাউসের আলো ঘুরে ঘুরে জলতে দেখা গেল। স্বরেশ্বর সমুদ্র-পীড়ায় কাতর হয়ে পড়েছে, কিন্তু বিমল ঠিক খাড়া আছে, যদিও তার খাওয়ার ইচ্ছা প্রায় লোপ পেয়েছে । সুরেশ্বর তো কিছুই খেতে পারে না, যা খায় পেটে তলায় না, দিনরাত কেবিনে শুয়ে আছে, মাথা তুলবার ক্ষমতা নেই। জাহাজের স্টয়ার্ড এসে দেখে গম্ভীরভাবে ঘাড় নেড়ে চলে যায়। কি বিশ্ৰী জিনিস এই পরের চাকরি ! এত হাঙ্গামা পোয়ানো কি ওর পোষায় ? দিব্যি ছিল, বাড়ীতে খাচ্ছিল দাচ্ছিল। চাকরির খাতিরে বিদেশে বেরিয়ে কি ঝকমারি দেখো তো ! বিমল আপন মনে ডেকে বসে বই পড়ে, স্ফূৰ্ত্তিতে শিস দেয়, গান করে। স্বরেশ্বরকে ঠাট করে বলে –হোয়াট, এ গুড সেলার ইউ আর ! তিন দিন দুই রাত্রি ক্রমাগত জাহাজে চলবার পরে তৃতীয় দিন সন্ধ্যায় এলিফ্যান্ট পয়েণ্টের লাইট হাউস দেখা গেল। বেলাভূমি যদিও দেখা যায় না, তবুও সমুদ্রের জলের ঘোর নীল রং ক্রমশঃ সবুজ হয়ে ওঠাতে বোঝা গেল যে ডাঙা বেশী দূরে নেই। ডাঙার গাছপালা মাঝে মাঝে জলে ভাসতে দেখা যাচ্ছে । সন্ধ্যার অল্প পরেই জাহাজ ইরাবতীর মোহনায় প্রবেশ করলে। সঙ্গে সঙ্গে জাহাজের সাইরেন বেজে উঠল, রয়েল মেলের নিশান উঠিয়ে দেওয়া হোল মাস্থলে। সন্ধ্যাকাশ তখনও