পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o e বিভূতি-রচনাবলী বিমলের মুখ বাধা, সে কি কথা বলবে ? লোকটা পকেট থেকে একটা চামড়ার থলি বার করে সেটার মুখ খুলে বিমলের চোখের সামনে মেলে ধরলে। শুকনো আমচুরের মত কতকগুলো কি জিনিস তার মধ্যে রয়েছে। বিমল অবাক হয়ে ভাবছে এ জিনিসগুলো কি, বা তাকে এগুলি দেখানোর সার্থকতাই বা কি —এমন সময় লোকটা একটা শুকৃনে আমচুর বার করে ওর নাকের সামনে ধরে বল্লে— চিনতে পারলে না কি জিনিস ? বিমল এতক্ষণে জিনিসটা চিনতে পারলে এবং চিনে ভয়ে ও বিস্ময়ে শিউরে উঠলো । সেটা একটা কাটা শুকৃনে কান, মামুষের কান ! লোকটা হা হা করে নিষ্ঠুর বিক্রপের হাসি হেসে বল্লে—বুঝেছ এবার ? হ্যা, ওটা আমার একটা বাতিক—মানুষের কান সংগ্ৰহ করা । তোমাকেও তোমার কান দুটির জন্যে একটুখানি কষ্ট দেবো। আশা করি মনে কিছু করবে না। এসো, একটু এগিয়ে এসো দখি। বিমল নিরুপায় মুখ দিয়ে একটা কথা বার করবার পর্য্যস্ত ক্ষমতা নেই তার। এক মুহূর্তে তার মনে হোল হয়তো স্বরেশ্বরের সমানই অবস্থা ঘটেছে, এতক্ষণে তারও অশেষ দুর্দশা হচ্ছে এই পীতবর্ণ বৰ্ব্বরদের হাতে । বুদ্ধদেবের ধৰ্ম্মকে এর বেশ আয়ত্ত করেছে বটে ! লোকটা সময়ের মূল্য বোঝে, কারণ কথা শেষ করেই বুদ্ধশিয়ের এই বিচিত্র নমুনাটি চকৃচকে ক্রিস্খান হাতে করে এগিয়ে এল—বিমলের সর্বাঙ্গ শিউরে উঠল—মুখ দিয়ে একটা অস্পষ্ট আৰ্ত্তনাদ বার হতে চেয়েও হোল না, সে প্রাণপণে দুই চোখ বুজলে।” তীক্ষ ক্রিসের স্পৰ্শ খুব ঠাণ্ডা–কতটা ঠাণ্ডা, খু-উব ঠাণ্ডা কি ? ক্রিসের স্পর্শ এল না, এল তার পরিবর্তে দূর থেকে একট অস্পষ্ট গভীর আওয়াজ—প্রস্তরময় কূলে সমুদ্রের ঢেউয়ের প্রবল বেগে আছড়ে পড়ার শব্দের মত গম্ভীর। কতকগুলো ব্যস্ত মানুষের সম্মিলিত দ্রুত পদশব্দ বিমলের কানে গেল—বিস্মিত বিমল চোখ খুলে চেয়ে দেখলে লোকটা ছুটে কামরার বাইরে চলে গেল—চারিদিকে একটি সাড়া শোরগোল, কাঠের পাটাতনের ওপর অনেকগুলো পলায়নপর মানুষের দ্রুত পায়ের শব্দ ধ্বনিত হচ্ছে । কি ব্যাপার? এ আবার কি নতুন কাণ্ড ? পরক্ষণেই বিমলের মনে হোল তাদের জাঙ্কখানা একটা প্রকাও দুলুনি খেয়ে একেবারে কাৎ হয়ে পড়বার উপক্রম করেই পরমুহূৰ্ত্তে ঢেউয়ের তালে যেন আকাশে ঠেলে উঠলো— নোঙরের শিকলে কড়, কড়, শব্দে টান ধরলো—মজবুত শেকল না হোলে সেই হেঁচকা টানে ছিড়ে যেতো নিশ্চয়ই। একটু পরে বিমলদের নৌকার একজন জোয়ান মাঝি ওর কামরায় ঢুকে হাত পায়ের স্বাধন কেটে দিলে। তখনও পাশে কোথায় খুব হৈ চৈ হচ্ছে। বিমল বল্লে—ব্যাপার কি বল তো? আমার বন্ধুটি কোথায় ?