পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ8Տ বিভূতি-রচনাবলী মাথাটা যেন হঠাৎ বড় হাল্কা হয়ে গিয়েছে, আর কেমন যেন বমির ভাব হচ্ছে । জাপানী সামরিক অফিসারটি ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করলে—তুমি রাস্তায় কি করছিলে ? * বিমল ইংরিজিতে বল্লে—রাস্তায় সে কিছু করেনি। হাসপাতাল থেকে তাকে ধরে এনেছে। —কোন হাসপাতাল ? —চীন রেডক্রস্ হাসপাতাল। —তুমি সেখানে কি করছিলে ? —আমি ডাক্তার। ডিউটিতে ছিলাম, জাপানী সৈন্তের একজন চীনা রোগীকে অকারণে বেওনেটের খোচায়— পিছন থেকে দুজন জাপানী সৈন্য ওকে রুক্ষ স্বরে কি বল্লে, বিমলের মনে হলে তাকে চুপ করে থাকতে বলছে। জাপানী অফিসারটি বল্লে—থামলে কেন ? বলে যাও— বিমল হাসপাতালের হত্যাকাণ্ডের কথা সংক্ষেপে বলে গেল । জাপানী অফিসার চারিপাশের জাপানী সৈন্যদের দিকে চেয়ে জাপানী ভাষায় কি প্রশ্ন করলে। বিমলের দিকে চেয়ে বল্লে—তুমি সেই সৈন্যকে চিনতে পারবে ? —ন। অত ভাল করে দেখিনি তার চেহারা, তখন মাথার ঠিক ছিল না, তা ছাড়া জাপানী সৈন্যেরা সবাই আমার চোখে একই রকম দেখায় । দেখতে অভ্যস্ত নই বলে। —তুমি সিঙ্গাপুরের লোক ? —অামি ভারতবাসী। —চীনা হাসপাতালে চাকুরি করো ? ---ईT । —সরাসরি এসেছ চীনে ? এ প্রশ্ন করবার কারণ বিমল একটু একটু বুঝতে পারলে । এখানে সে একটা মিথ্যে কথা বল্পে। এই একমাত্র ফাক, এই ফাক দিয়ে সে এবারের মত গলে বেরিয়ে যাওয়ার চেষ্টা তো করবে। তারপর যা হয় হবে। সে বল্লে—সরাসরি আসি নি। আন্তর্জাতিক কন্‌শেসনে এসেছিলাম ; ব্রিটিশ কনস্থলেট আপিসে আমার নাম রেজেষ্ট্রি করা আছে। এই সময় একজন জাপানী সৈন্য কি বল্পে অফিসারটিকে । তার হাতে তিনটে জরির ব্যাণ্ড, দেখে মনে হয় সে একজন করপোরাল কিম্বা কম্প্যানি কম্যাণ্ডার । জাপানী অফিসার বিমলের দিকে ভ্ৰকুটি করে বল্লে—তুমি একজন গুপ্তচর। —আমি একথা সম্পূর্ণ অস্বীকার করছি। আমি ডাক্তার। তোমার সৈন্যদের মধ্যে অনেকেই জানে আমি হাসপাতালে ডিউটিতে ছিলাম, ওরা ধরে এনেছে। —আঙ্গুলের টিপসই দাও দুটো এখানে। বিমল দুখানা কাগজে টিপসই দিলে। তারপর জাপানী অফিসার কি আদেশ করলে