পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪৬ বিভূতি-রচনাবলী কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো ; পেছনে পেছনে সেই বধুটি, আর একজন ষণ্ডামার্ক গোছের যুবক এবং একজন প্রৌঢ় স্ত্রীলোক—সম্ভবত: বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, “এই যে বামা, ঠাকুরমশায় । আমারই মেজছেলের সঙ্গে---এই আমার মেজ ছেলে শভূ-গড় করো সব, গড় করে.মেজবেীমা, দেখ তো, চিনতে পারে একে ? চমৎকার অভিনেত্রী বটে বামা ! অদ্ভূত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসিমুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী, দয়াময়ী বামা ! আমার চোখে প্রায় জল এসে পড়লো । তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছুতো করে এসে বাম আমায় আশ্বাস দিয়ে গেল। বললে, “বিপদ কেটে গিয়েছে ; আমার চোখে না পড়লে সৰ্ব্বনাশ হ’ত, ভিটেতে ব্ৰহ্মহত্যে হ’ত। অনেক হয়েছে,—এই কুঠরিতে,—এই বিছানায়, এই মেঝেতে অনেক .ه، إqi = cif (sچ আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, “পুলিস কি গায়ের লোক কিছু টের পায় না, —কিছু বলে না ?” SBB BB BBBS Mg BBB BBB BS BBB KBBBS BB BBBB BB BBS এখানে বিয়ে দিতেন ? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে—এ পাপ-ভিটেয় বাস করলে তার অকল্যাণ হবে । ওকে বারণ করি, কিন্তু ও কি করবে ? মাথার ওপর শ্বশুরমশায় রয়েচেন—পুরনো ডাকাত, দাদারা রয়েচে ••আপনি ঘুমিয়ে পড়ুন বাবাঠাকুর, আর ভয় নেই•••” সকাল হ’ল। বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু-প্ৰণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, “তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীৰ্ব্বাদ করি চিরস্বর্থী হও মাeer* বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়ে নি। কতকাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধুটির স্থতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। বামাচরণের গুপ্তধন প্রাপ্তি বামাচরণের জন্মের সময় নকৗপুরের বদ্ধ চক্কোত্তি বলেছিলেন, “এ ছেলে একদিন রাজা হবে।” যন্থ চপ্তোত্তি এ অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী, তার কথার দাম আছে। কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েচে, রাজা হওয়া তো দূরের কথা, রাজসভার একজন ভালোগোছের প্রহরী হবার লক্ষণও তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না।