পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ο4ϊν বিভূতি-রচনাবলী নেলসনের ও নেপোলিয়নের মত। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বঁদেরটার পানে । ঘরের এক পাশে ছিল একছড়া বড় বড় টাপা কলা । বাদরটা একপা একপা করে এগিয়ে আসে সেই কলার দিকে—বাদর নাকি কলা খেতে বড় ভালবাসে। হাবুলের সামনে এই নিদারুণ ডাকাতি ঘটে যায় । সে আর দেখতে পারে না, মরীয়া হয়ে, তার সমস্ত শক্তি একত্র করে দাড়ায় কলা ও বাদরের মাঝখানে জন্তুটাকে এয়ার গান দিয়ে লক্ষ্য করে । এয়ার গানের ঘোড়া দিলে টিপে ; কিন্তু তাতে গুলি পোরা ছিল না একটাও । স্বতরাং বাদরের ক্ষতি হয় না আদেী। পরন্তু তার রাগ বেড়ে যায় এই বাধা দেওয়ার জন্যে। সে ত্বরিতে এসে হাবুলের গালে মারে একটা বিরাশি সিকার চড়। বেচারার মাথা ঘুরতে থাকে বন বন করে। নেপোলিয়ন গালে হাত দিয়ে দাড়ায়। এয়ার গান পড়ে থাকে তার পদতলে । বাদরটাও স্বযোগ বুঝে এয়ার গানটা নিয়ে উধাও হয় পাশের নিমগাছের ডালে। হাবুলও প্রাণপণে চীৎকার করে ওঠে বাদরের এই বেয়াদপি দেখে। মনে পড়ে টুচুর গালের ব্যথা আর কালীর ছবির কাচ তাঙার কথা । তার চীৎকার শুনে ছুটে আসেন মা দাদা, ছোটকাকা, মায় টুচু । হৈচৈ পড়ে যায়, "কি হয়েচে রে হাবুল ? কি হয়েচে ? নিরুত্তর হাবুল করুণ নয়নে তাকিয়ে থাকে পলাতক বাদরের পানে। টুম্ব তার দিকে আণ্ডল দেখিয়ে বলে, “ওই দেখ ছোট-কাকা, ছোড়দার এয়ার গান বঁাদরের হাতে।” "কি ছেলে রে তুই ? বাদরে তোর হাত থেকে এয়ার গানটা নিয়ে গেল ? অমন খাসা জিনিসটা, ন-টাকা দশ আনা দাম!’ আর হাবুল ?—সে অধোবদনে দাড়িয়ে থাকে নিষ্ঠুর অপমানে ও পরাজয়ে হৃদয় ভারাক্রাস্ত করে। শুভ কামনা ১৯২৫ সালের কথা। ৮চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম স্বধীরবাবুদের দোকানে যাই। সেখানে তখন প্রতি বিকালে একটি সাহিত্যিক আডড হোত। আমি তখন নতুন সাহিত্যিক, "প্রবাসী’তে কয়েকটি ছোটগল্প লিখেছি মাত্র—এবং ‘পথের পাঁচালী’ উপন্যাসের খসড়া করৰ্চি। র্তাদের এই বৈকালিক আডিডাটি আমার বড় ভাল লাগতো। কাজকর্মের অবসরের মাঝে মাঝে "মৌচাক আপিলে এসে এই আড্ডাতে যোগ দিতাম। ১৯২৯ সালে আমি কলকাতায় আবার ফিরে আলি, কয়েক বৎসর বিহার প্রবাসের পরে। ঐ বৎসরেই "পথের পাচালী’ প্রকাশিত হয়। ঐ সাল থেকে মৌচাক জাপিসে আমার যাওয়া আসা বাধা নিয়মে শুরু হয়ে গেল। অনেক সাহিত্যিক, শিল্পী, মজলিসী ও রসিক ব্যক্তির সমাগমে মৌচাক"-এর এ আড্ডা গমগম করতো। এইখানে বন্ধুবর হেমেন্দ্রকুমার রায়, মণীন্দ্রলাল বস্ব, vস্বরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে। স্বধীরবাবুর জাফর আপ্যায়নে কত বর্ষার