পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిE বিভূতি-রচনাবলী কাছারির লোকজন দেখিয়া উভয় পক্ষ দাঙ্গ থামাইয়া আমার কাছে আসিল। প্রত্যেক পক্ষ নিজেদের যুধিষ্ঠির এবং অপর পক্ষকে দুৰ্য্যোধন বলিয়া অভিহিত করিতে লাগিল। সে ट्रेश्-टेश् কলরবের মধ্যে স্থায়-অন্তায় নিৰ্দ্ধারণ করা সম্ভব নয়। উভয় পক্ষকে কাছারিতে আসিতে বলিলাম। আহত লোক দুটির সামান্ত লাঠির চোট লাগিয়াছিল, এমন গুরুতর জখম কিছু নয়। তাহাদেরও কাছারিতে লইয়া আসিলাম । ছটু সিং-এর লোকের বলিল, দুপুরের পরে তাহার কাছারিতে আসিয়া দেখা করিবে। ভাবিলাম, সব মিটির গেল। কিন্তু তখনও আমি এদেশের লোক চিনি নাই। দুপুরের অল্প পরেই আবার খবর আসিল নাড়া বইহারে ঘোর দাঙ্গা বাধিয়াছে। আমি পুনরায় লোকজন লইয়া ছুটিলাম। একজন ঘোড়সওয়ার পনের মাইল দূরবর্তী নওগছিয়া থানায় রওনা করিয়া দিলাম। গিয়া দেখি ঠিক ও-বেলার মতই ব্যাপার। ছটু সিং এবেল আরও অনেক লোক জড় করিয়া আনিয়াছে। শুনিলাম রাসবিহারী সিং রাজপুত ও নন্দলাল ওঝা গোলাওয়াল ছটু সিকে সাহায্য করিতেছে। ছটু সিং ঘটনাস্থলে ছিল না, তাহার ভাই গজার সিং ঘোড়ায় চাপিয়া কিছুদূরে দাডাইরা ছিল—আমায় আসিতে দেখিয়া সরিয়া পডিল। এবার দেখিলাম রাজপুতদলের দুজনের হাতে বন্দুক রহিয়াছে। ওপার হইতে রাজপুতের হাকিয়া বলিল—হুজুর, সরে যান আপনি, আমরা একবার এই বাদীর বাচ্চ গাঙ্গোতাদের দেখে নিই। আমার দলবল গিয়া আমার হুকুমে উভয় দলের মাঝখানে দাডাইল । আমি তাহাদিগকে জানাইলাম নওগছিয়া থানায় খবর গিয়াছে, এতক্ষণ পুলিস অৰ্দ্ধেক রাস্তা আসিয়া পড়িল। ওসব বন্দুক কার নামে ? বন্দুকের আওয়াজ করিলে তার জেল অনিবাৰ্য্য। আইন ভয়ানক কড়া। ধারী লোক দুজন একটু পিছাইয়া পডিল। 酸 রের গাঙ্গেীত প্রজাদের ডাকিয়া বলিলাম—তাহণদের দাঙ্গা করিবার কোন ইইই। তাহারা যে যার জায়গায় চলিয়া যাক। আমি এখানে আছি। আমার সমস্ত আমঠাট্টসিপাহীরা আছে। ফসল লুঠ হয় আমি দায়ী। গাঙ্গেীতা-দলের সর্দার আমার কথার উপর নিভর করিয়া নিজের লোকজন হটাইয়৷ কিছুদূরে একটা বকাইন গাছের তলায় দাড়াইল। আমি বলিলাম—ওখানেও না। একেবারে সোজা বাড়ী গিয়ে ওঠে । পুলিস আসছে। রাজপুতেরা অত সহজে দমিবার পাত্রই নয়। তাহার ওপারে দাড়াইয়া নিজেদের মধ্যে কি পরামর্শ করিতে লাগিল। তহশীলদারকে জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার সজ্জন সিং ? আমাদের উপর চড়াও হবে না কি ? তহশীলদার বলিল, হুজুর, ওই যে নন্দলাল ওঝা গোলাওয়াল জুটেছে, ওকেই ভয় হয়! ও বদমাসটা আস্ত ডাকাত। —তাহলে তৈরী হয়ে থাকে। নদী পার কাউকে হতে দেবে না। ঘণ্টা দুই সামলে রাখো, তার পরেই পুলিস এসে পড়বে।