পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉 >や বিভূতি-রচনাবলী আসিয়াই আমাদের দেখিয়া অবাক হইয়া গেল, তাহার চোখের চাহনি দেখিয়া মনে হইল কিছু ভয়ও পাইয়াছে। বুদ্ধ,সিং বলিল—রাজা কোথায় ? মেয়েটি কে –বুদ্ধ, সিংকে জিজ্ঞাসা করিলাম। বুদ্ধ সি বলিল-রাজার নাতির মেয়ে। রাজা বহুদিন জীবিত থাকিয় নিশ্চয়ই বহু যুবক ও প্রৌঢ়কে রাজসিংহাসনে বসিবার সৌভাগ্য হইতে বঞ্চিত করিয়া রাখিয়াছেন। মেয়েটি বলিল—আমার সঙ্গে এস। জ্যাঠামশায় পাহাডের নীচে পাথরে বসে আছেন। মানি বা না-ই মানি, মনে মনে ভাবিলাম যে-মেয়েটি আমাদের পথ দেখাইয়া লইয়া চলিয়াছে, সে সত্যই রাজকন্যা—তাহার পূর্বপুরুষেরা এই আরণ্য-ভূভাগ বহুদিন ধরিয়া শাসন করিয়াছিল—সেই বংশের সে মেয়ে । বলিলাম—মেয়েটির নাম জিজ্ঞেস কর । বুদ্ধ,সি বলিল—ওর নাম ভহিত। বাঃ বেশ সুন্দর—ভানুমতী ! রাজকন্যা ভানুমতী ! ভানুমতী নিটোল স্বাস্থ্যবতী, মুঠাম মেয়ে। লাবণ্যমাখা মুখশ্ৰী—তবে পরনের কাপড়, সভ্যসমাজের শোভনতা রক্ষা করিবার উপযুক্ত প্রমাণ মাপের নয়। মাথার চুল রুক্ষ, গলায় কড়ি ও পুতির দানা। দূর হইতে একটা বড় বকাইন গাছ দেখাইয়া দিয়া ভানুমতী বলিল—তোমরা যাও, জ্যাঠামশায় ওই গাছতলায় বসে গরু চরাচ্ছেন। গরু-চরাইতেছেন কি রকম ! প্রায় চমকিয়া উঠিয়াছিলাম বোধ হয় । এই সমগ্র অঞ্চলের রাজা সাওতাল-বিদ্রোহের নেতা দেবিরু পান বীরবন্দী গরু চরাইতেছেন! কিছু জিজ্ঞাসা করিবার পূৰ্ব্বে মেয়েটি চলিয়া গেল এবং আমরা আর কিছু অগ্রসর হইয়া বকাইন গাছের তলায় এক বৃদ্ধকে কাচা শালপাতায় তামাক জডাইয়া ধূমপানরত দেখিলাম। বুদ্ধ, সিং বলিল—সেলাম, রাজাসাহেব। রাজা দেবেরু পান্না কানে শুনিতে পাইলেও চোখে খুব ভাল দেখিতে পান বলিয়া মনে হইল না । বলিল—কে ? বুদ্ধ,সিং ? সঙ্গে কে ? বুদ্ধ, বলিল—একজন বাঙালী বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। উনি কিছু নজর এনেছেন—আপনাকে নিতে হবে । আমি নিজে গিয়া বুদ্ধের সামনে মুরগী ও জিনিস কয়টি নামাইয়া রাখিলাম। বলিলাম—আপনি দেশের রাজা, আপনার সঙ্গে দেখা করবার জন্য বহুৎ দূর থেকে এসেছি । বৃদ্ধের দীর্ঘায়ত চেহারার দিকে চাহিয়া আমার মনে হইল যৌবনের রাজা দেবিরু পান্না খুব মুপুরুষ ছিলেন সন্দেহ নাই। মুখশ্ৰীতে বুদ্ধির ছাপ মুম্পষ্ট। বৃদ্ধ খুব খুশী হইলেন। আমার দিকে ভাল করিয়া চাহিয়া দেখিয়া বলিলেন—কোথায় ঘর ?