পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জারণ্যক ծՀՋ BBHHS BB BB BB BS BB BB BBBB BBBBB BBBBBBBS DDB BBBggSBBB সমাজের অত্যাচারের কত নয়নজলের অলিখিত ইতিহাস এই গুহার মাটিতে, বাতাসে, পাষাণপ্রাচীরের মধ্যে লেখা আছে—ভাবিতে বেশ লাগে । গুহামুখ হইতে রশি-দুই দূরে ঝরনার ধারে বনের মধ্যে ফাক জায়গায় একটি গোড়পরিবার বাস করে। দুখান খুপড়ি, একথানা ছোট, একখানা একটু বড়, বনের ভালপালার বেড়া, পাতার ছাউনি। শিলাখণ্ড কুড়াইয়া তাহা দিয়া উকুন তৈয়ারী করিয়াছে আবরণহীন ফণক জায়গায় খুপড়ির সামনে। বড় একটা বুনো বাদামগাছের ছায়ায় এদের কুটির। বাদামের পাকা পাতা ঝরিয়া পড়িয়া উঠান প্রায় ছাইরা রাখিয়াছে । গোড়-পরিবারের দুটি মেয়ে আছে, তাদের একটির ষোল-সতের বছর বয়স, অন্তটির বছর চেদি । রং কালো কুচকুচে বটে, কিন্তু, মুখশ্ৰীতে বেশ একটা সরল সৌন্দৰ্য্য মাখানে— নিটোল স্বাস্থ্য। মেরে দুটি রোজ সকালে দেখি দু-তিনটি মহিষ লইয়া পাহাড়ে চরাইতে যায় আবার সন্ধ্যার পূৰ্ব্বে ফিরিয়া আসে। আমি তাবুতে ফিরিয়া যখন চা খাই, তখন দেখি মেয়ে দুটি আমার তাবুর সামনে দিয়া মহিষ লইয়া বাড়ী ফিরিতেছে। একদিন বড় মেয়েটি রাস্তার উপর দাড়াইয়া তার ছোট বোনকে আমার তাবুতে পাঠাইরা দিল। সে আসিয়া বলিল—বাবুজী, সেলাম। বিড়ি আছে ? দিদি চাইছে। —তোমরা বিড়ি খাও ? —আমি খাই নে, দিদি খায়। দাও না বাবুজী একট, আছে ? —আমার কাছে বিড়ি নেই। চুরুট আছে—কিন্তু সে তোমাদের দেব না। বড় কড়া খেতে পারবে না । মেয়েটি চলিয়া গেল । আমি একটু পরে ওদের বাড়ী গেলাম। আমাকে দেখিয়া গৃহকর্তা খুব বিস্থিত হইল— খাতির করিয়া বসাইল । মেয়ে দুটি শালপাতায় ‘ঘাটো অর্থাৎ মকাই-সিদ্ধ ঢালিয়া মুন দিয়া থাইতে বসিয়াছে। সম্পূর্ণরূপে নিরুপকরণ মকাই-সিদ্ধ। তাদের মা কি-একটা জাল দিতেছে উকুনে। দুটি ছোট ছোট বালক-বালিকা খেলা করিতেছে। গৃহকৰ্ত্তার বয়স পঞ্চাশের উপর। সুস্থ, সবল চেহারা। আমার প্রশ্নের উত্তরে বলিল তাদের বাড়ী সিউনি জেলাতে। এখানে এই পাহাড়ে মহিষ চরাইবার ঘাস ও পানীয় জল প্রচুর আছে বলিয়া আজ বছর-খানেক ইউ.5 এখানে আছে। তা ছাড়া এখানকার জঙ্গলের কাটা-বাশে ধাম চুপড়ি ও মাথায় দিবার টোক তৈরি করিবার খুব স্ববিধা। শিবরাত্রির সময় অখিলকুচার মেলার বিক্ৰী করিয়া দু’পয়সা হয় ! জিজ্ঞাসা করিলাম—এখানে কতদিন থাকবে ? —যতদিন মন যায়, বাবুজী ! তবে এ-জায়গাটা বড় ভাল লেগেছে, নইলে এক বছর আমরা কোথাও একটানা থাকি না । এখানে একটা বড় মুবিধা আছে, পাহাড়ের ওপর জঙ্গলে এত আতা ফুলে—দু-কুড়ি করে গাছ-পাকা আতা আশ্বিন মাসে আমার মেয়েরা মহিষ बेि. ब्र. 4-२