পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/ها ছোটগল্পের মূল শক্তি। এবং এই দিক দিয়া তাহার উপস্থাস, ছোটগল্প ও ডায়েরি সমধর্মী। ছোটগল্পের গড়ন লইয়া বিচার বিশ্লেষণ বড় কম হয় নাই। সেই সব আলোচনার স্বত্র লইয়া এই গল্পগুলির মূল্যবিচার পাকা সমালোচকের কাজ। এখানে এই গল্পগুলি সম্বন্ধে সাধারণ পাঠকের কথাটি কি তাঁহাই জিজ্ঞাসা করিতে পারি। এই গল্পগুলি পড়িয়া পাঠক চমকিত হন না, রোমাঞ্চিত হন না। ইহা পড়িয়া তাহার যে ভাব তাহা একটা আবেগের ভাব, মন্দিরের শম্বঘণ্টা শুনিয়া যে ভাব, স্নিগ্ধ সন্ধ্যায় পার্থীর কাকলী শুনিয়া যে ভাব, মহৎ সঙ্গীত শুনিয়া যে ভাব ইহা সেই ভাব। ইহার মধ্যে গল্পের কথাবস্তু, তাহার চরিত্র, ঘটনা সব কিছু মিলিয়া যেন একটি স্নিগ্ধ শান্ত জগৎ স্বষ্টি করিয়াছে। সেই জগতের তুচ্ছতম জিনিসও মহৎ, তাহার মুখ দুঃখ, আশা নিরাশা, সকল কথা, সকল কর্ম, পথঘাট, বাড়ি-ঘর,গাছপালা, পশুপক্ষী যাহা কিছু আমরা আমাদের জীবনে নিত্য দেখি তাহা যেন এক নূতন অর্থ ও এক নূতন মহিমা লইয়া আমাদের সামনে উপস্থিত হয়। পাঠকের তথন মনে হয় আমি তো এই পথ দিয়া ইটিয়া গিয়াছি কিন্তু আমি তো ইহা লক্ষ্য করি নাই, আমি তো এই মানুষটিকে দেখিয়াছি কিন্তু আমি *tạ# ##t## cề *talĩ •t# atR | Rạfa Itsĩ social realism RI socialist realism খুজিয়া লাভ হইবে না। মনুয়-চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হিসাবেও ইহার বড় মূল্য নাই। যাহা আমাদের চারিদিকে ছড়াইয়া আছে, যাহা আমরা দেখিয়া ও দেখি নাই, বুঝিয়াও বুঝি নাই, এবং দেখি নাই ও বুঝি নাই বলিয়া যাহার অর্থ ও মহিমা আমরা আবিষ্কার করিতে পারি নাই তাঁহাই এই গল্পগুলির উপজীব্য । ইহার মধ্যে যেন মানুষের জগৎ প্রকৃতির জগতের মতই রহস্যময় হইয়া উঠিয়াছে। যদি ঘেটুফুল আর শেওড়া দেখিবার মত বস্তু হয় তাহা হইলে সংকীর্ণ গলির সামান্ত মানুষও দেখিবার মত বস্থ হইতে পারে। বিভূতিভূষণের ছোট গল্পে তুচ্ছ মানুষের তুচ্ছ ব্যাপার জীবনের কত রহস্য উদঘাটিত করিতেছে, আপাতদৃষ্টিতে অকিঞ্চিৎকর ঘটনা কত গভীর ভাবকে ফুটাইয়া তুলিয়াছে। যাহা খণ্ডিত, অসম্পূর্ণ, অসংলগ্ন তাহ যেন এক পরিপূর্ণ দৃষ্টির আলোকে অর্থপূর্ণ হইয়া উঠিভেছে। একটি চরিত্রের একটি কথার মধ্যে যেন কত মানুষের কত কথার প্রতিধ্বনি শুনিতেছি । একটি জীবনের একটি ক্ষুদ্র ঘটনা যেন কত অদৃপ্ত ঘটনার সংবাদ বহন করিয়া আনিতেছে। গল্পের মধ্যে বছর আভাস পাইলাম, তুচ্ছ বস্তুর মধ্যেও জীবনের মহত্ত্বের ও সৌন্দর্যের সন্ধান পাইলাম, ছোট ছোট ঘটনার মধ্যে শাশ্বত মানুষের অস্তরের পরিচয় পাইলাম। (8) বিভূতিভূণে সাতখানি ডায়েরি গ্রন্থের মধ্যে “বনে-পাহাড়ে" প্রকাশ-কালের দিক । श्रउ *क्षभ। ब्रध्नांद्र ऐ९रुtर्ष बांशै। इब्रथांनिद्र ८ष ८कांन ७कछि देश श्tउ ठे९ङ्कटे। उनू বলি "বনে-পাহাড়ে" বড় অকিঞ্চিৎকর সাহিত্য-বস্তু নয়। এই জাতীয় রচনা সম্বন্ধে Andro Mauroison of Atá Štú"cut's "The fault or the intimate diary as a