পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরণ্যক 〉や〉 মুকুমার কলাবৃত্তি দিয়া স্বাক্ট করেন, নিজেকে সম্পূর্ণরূপে বিলাইরা দিয়া থাকেন নিঃশেষে প্রিয়জনের প্রীতির জন্ত—আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়া গ্রহ-নক্ষত্রনীহারিকার স্বাক্ট করেন। 8 এমনি এক বর্ষামুখর শ্রাবণ-দিনে ধাতুরিয়া ইসমাইলপুর কাছারতে আসিয়া হাজির। অনেক দিন পরে উহাকে দেখিয়া খুশী হইলাম। —কি ব্যাপার, ধাতুরিয়া ? ভাল আছিস ত? যে ছোট পুটুলির মধ্যে তাহার সমস্ত জাগতিক সম্পত্তি বাধা, সেটা হাত হইতে নামাইরা আমার হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল—বাবুজী, নাচ দেখাতে এলাম। বড় কষ্ট্রে পড়েছি, আজ এক মাস কেউ নাচ দেখে নি। ভাবলাম, কাছারিতে বাবুজীর কাছে যাই, সেখানে গেলে তারা ঠিক দেখবেন। আরো ভাল ভাল নাচ শিখেছি বাবুজী। ধাতুরিয়া যেন আরও রোগ হইয়া গিয়াছে। উহাকে দেখিয়া কষ্ট হইল। —কিছু খাবি ধাতুরিয়া ? ধাতুরিয়া সলজ্জ ভাবে ঘাড় নাড়িয়া জানাইল, সে খাইবে। আমার ঠাকুরকে ডাকিয়া ধাতুরিয়াকে কিছু খাবার দিতে বলিলাম। তখন ভাত ছিল না, ঠাকুর দুধ ও চিড়া আনিয়া দিল। ধাতুরিয়ার খাওয়া দেখিয়া মনে হইল সে অন্ততঃ দু-দিন কিছু থাইতে পায় নাই সন্ধ্যার পূৰ্ব্বে ধাতুরিয়া নাচ দেখাইল। কাছারির প্রাঙ্গণে সেই বন্ত অঞ্চলের অনেক লোক জড় হইয়াছিল ধাতুরিয়ার নাচ গান দেখিবার জন্ত । আগের চেয়েও ধাতুরিয়া নাচে অনেক উন্নতি করিয়াছে। ধাতুরিয়ার মধ্যে যথার্থ শিল্পীর দরদ ও সাধনা আছে। আমি নিজে কিছু দিলাম, কাছারির লোক চাদ করিয়া কিছু দিল । ইহাতে তাহার কত দিনই বা চলিবে ? ধাতুরিয়া পরদিন সকালে আমার নিক বিদায় লইতে আসিল । —বাবুজী, কবে কলকাতা যাবেন ? —কেন বল ত ? —আমার কলকাতায় নিয়ে যাবেন বাবুজী । সেই যে আপনাকে বলেছিলাম ? —তুমি এখন কোথায় যাবে ধাতুরিয়া ? খেরে তবে যেও। —ন, বাবুজী, বল্লুটােলাতে একজন ভূঁইহার বাভনের বাড়ী, তার মেয়ের বিয়ে হবে, সেখানে হয়তো নাচ দেখতে পারে । সেই চেষ্টাতে যাচ্ছি। এখান থেকে আট ক্রোশ রাস্তা—এখন রওনা হ’লে বিকেল নাগাদ পৌছব। د دسH. d .ټf