পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরণ্যক orgvg ” মাস দুই পরে শোনা গেল, বি এন ডব্লিউ রেল লাইনের কাটারির স্টেশনের অদূরে লাইনের উপর একটি বালকের মৃতদেহ পাওয়া যায়—নাটুয়া বালক ধাতুরিয়ার মৃতদেহ বলিয়া সকলে চিনিয়াছে । ইহা আত্মহত্যা কি দুর্ঘটনা তাহ বলিতে পারিব না। আত্মহত্যা হইলে, কি দু:খেষ্ট বা সে আত্মহত্যা করিল ? সেই বস্ত অঞ্চলে দু-বছর কাটাইবার সময় যতগুলি নরনারীর সংস্পর্শে আসিয়াছিলাম— তার মধ্যে ধাতুরিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তাহার মধ্যে যে একটি নিলোভ, সদাচঞ্চল, সদানন্দ, অবৈষয়িক, খাটি শিল্পীমনের সাক্ষাৎ পাইয়াছিলাম, শুধু সে বন্ত দেশ কেন, সভ্য অঞ্চলের মানুষের মধ্যেও তা স্বলভ নয় ! আরও তিন বৎসর কাটিয়া গেল । নাটা বইহার ও লবটুলিয়ার সমুদয় জঙ্গল-মহাল বন্দোবস্ত হইয়া গিয়াছে। এখন আর কোথাও পূর্বের মত বন নাই। প্রকৃতি কত বৎসর ধরিয়া নির্জনে নিভৃতে যে কুঞ্জ রচনা করিয়া রাখিয়াছিল, কত কেঁরোঝাকার নিভৃত লতাবিতান, কত স্বপ্নভূমি—জনমজুরের নিৰ্ম্মম হাতে সব কাটিয়া উডাইয়। দিল, যাহা গডিয়া উঠিয়াছিল পঞ্চাশ বৎসরে, তাহ গেল এক দিনে। এখন কোথাও আর সে রহস্যময় দূরবিসপী প্রাস্তর নাই, জ্যোৎস্নালোকিত রাত্রিতে যেখানে মায়াপরীরা নামিত, মহিষের দেবতা দয়ালু টাডবারো হাত তুলিয়া দাডাইয়া বন্ত মহিষদলকে ধ্বংস হইতে রক্ষা করিত। নাচ বইহার নাম ঘুচিয়া গিয়াছে, লবটুলিয়া এখন একটি বস্তি মাত্র। যে দিকে চোখ যায়, শুধু চালে চালে লাগানো অপষ্ট খোলার ঘর। কোথাও রা কাশের ঘর। ঘন ঘিঞ্জি বসতি—টোলার টোলায় ভাগ করা—ফাকা জায়গায় শুধুই ফসলের ক্ষেত। এতটুকু ক্ষেতের চারিদিকে ফনিমনসার বেড। ধরণীর মুক্তরূপ ইহার কাটিয়া টুকরা টুকরা করিয়া নষ্ট করিয়া দিয়াছে। আছে কেবল একটি স্থান, সরস্বতী কুণ্ডীর তীরবর্তী বনভূমি। চাকুরীর খাতিরে মনিবের স্বার্থরক্ষার ৬৪ সব জমিতেই প্রজাবিলি করিয়াছি বটে, কিন্তু যুগলপ্রসাদের হাতে সাজানো সরস্বতী তীরের অপূর্ব বনকুঞ্জ কিছুতেই প্রাণ ধরিয়া বন্দোবস্ত করিতে পারি নাই। কত বার দলে দলে প্রজারা আসিয়াছে সরস্বতী কুঞ্জীর পাড়ের জমি লইতে—বৰ্দ্ধিত হারে সেলামী ও খাজনা দিতেও চাহিয়াছে, কারণ একে ঐ জমি খুব উৰ্ব্বর, তাহার উপর নিকটে জল থাকায় মকাই প্রভৃতি ভাল জন্মাইবে ; কিন্তু আমি রাজী झहे नांझे । তবে কতদিন আর রাখিতে পারিব ? সদর আপিস হইতে মাঝে মাঝে চিঠি আসিতেছে,