পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী اليومياه ভাহমতী বলিল—চলুন, আরও উঠবেন না ? —কি সুন্দর ফুলের গন্ধ বল তো! একটু বসবে না এখানে ? স্বৰ্য্য অস্ত যাচ্ছে, দেখিভানুমতী হাসিমুখে বলিল—আপনার যা মর্জি বাবুজী । বসতে বলেন এখানে বসি। কিন্তু জ্যাঠামশাইয়ের কবরে ফুল দেবেন না ? আপনি সেই শিখিয়ে দিয়েছিলেন, আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে। এখন তো বনে কত ফুল। দূরে মিছি নদী উত্তরবাহিনী হইয়া পাহাড়ের নীচে দিয়া ঘুরিয়া যাইতেছে। নওয়াদার দিকে যে অস্পষ্ট পাহাড়শ্রেণী, তারই পিছনে স্বৰ্য্য অস্ত গেল । সঙ্গে সঙ্গে পাহাড়ী হাওয়া আরও শীতল হইল। ছাতিম ফুলের মুবাস আরও ঘন হইয়া উঠিল, ছায়া গাঢ় হইয়া নামিল শৈলসামুর বনস্থলীতে, নিম্নের বনাবৃত উপত্যকায়, মিছি নদীর পরপারের গগু-শৈলমালার গাত্রে । ভানুমতী এক গুচ্ছ ছাতিম ফুল পাডিয়া খোপায় গুজিল। বলিল—বসব, না উঠবেন বাবুজী ? আবার উঠিতে আরম্ভ করিলাম প্রত্যেকের হতে এক-একটা ছাতিম ফুলের ডাল । একেবারে পাহাড়ের উপরে উঠিয়া গেলাম। সেই প্রাচীন বটগাছটা ও তার তলায় প্রাচীন রাজ-সমাধি। বড় বড় বাটনা-বাট শিলের মত পাথর চারিদিকে ছড়ানো । রাজা দেবিরু পান্নার কবরের উপর ভানুমতী ও তাহার বোন নিছনী ফুল ছড়াইল, আমি ও যুগলপ্রসাদ ফুল ছড়াইলাম । ভানুমতী বালিকা তো বটেই, সরলা বালিকার মতই মহা খুশী । বালিকার মত আবারের স্বরে বলিল—এখানে একটু দাড়াই বাবুজী, কেমন ? বেশ লাগছে, না ? আমি ভাবিতেছিলাম—এই শেষ। আর এখানে আসিব না । এ পাহাড়ের উপরকার সমাধিস্থান, এ বনাঞ্চল আর দেখিব না। ধন্বন্ধরির শৈলচুড়ায় পুষ্পিত সপ্তপর্ণের নিকট, ভানুমতীর নিকট, এই আমার চিরবিদায়। ছ-বছরের দীর্ঘ বনবাস সাঙ্গ করিয়া কলিকাতা নগরীতে ফিরিব—কিন্তু যাইবার দিন ঘনাইয়া আসিবার সঙ্গে সঙ্গে ইহাদের কেন এত বেশী করিয়া জড়াইয়া ধরিতেছি । ভানুমতীকে কথাটা বলিবার ইচ্ছা হইল, ভানুমতী কি বলে আমি আর আসিব না শুনিয়া—জানিবার ইচ্ছা হইল। কিন্তু কি হইবে সরলা বনবালাকে বৃথা ভালবাসীর, অাদরের কথা বলিয়া ? সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে আর একটি নূতন মুবাস পাইলাম। আশে-পাশের বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে। বেলা পড়িবার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন মুগন্ধ সান্ধ্য-বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে। ছাতিম বন এখানে নাই—সে আরও নীচে নামিলে তবে । এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জলিতে আরম্ভ করিয়াছে। বাতাস কি সতেজ, মধুর, প্রাণারাম ! এ বাতাস সকালে বিকালে উপভোগ করিলে আয়ু না বাড়িয়া পারে? নামিতে ইচ্ছা করিতেছিল না, কিন্তু বস্ত জন্ডর ভয় আছে—তা ছাড়া ভানুমতী সঙ্গে রহিয়াছে । যুগল