পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরণ্যক నలి উহার অনুরোধে সকালে রওনা হইতে পারিলাম না—দুপুরের আহারাদির পরে বিদায় লইলাম । 臺 秦 鄰 আবাব দুধারে ছায়ানিবিড বনপথ। পথের ধারে কোথাও রাজকুমারী ভানুমতী যেন দাডাইয়া আছে—বালিকা নয়, যুবতী ভানুমতী—তাহাকে আমি কখনও দেখি নাই। তার সাগ্রহ দৃষ্টি, তার প্রণয়ীর আগমন-পথের দিকে নিবন্ধ—হয়তো সে পাহাড়ের ওপারের বনে শিকারে গিয়াছে, আসিবার দেরি নাই। তরুণীকে মনে মনে আশীৰ্ব্বাদ করিলাম। ধন্‌ারি পাহাড়ের জোনাকি-জলা নিস্তব্ধ প্রাচীন ছাতিম ফুলের বন ও অপূৰ্ব্ব দূরছন্দ সন্ধ্যার আডালে বনবালার গোপন অভিসার সার্থক হউক । মহালে ফিরিয়া সপ্তাহখানেকের মধ্যেই সকলেব নিকট বিদায় লইয়া লবটুলিয়া ত্যাগ করিলাম । আসিবার সময় রাজু পাডে, গনোরী, যুগলপ্রসাদ, আসরফি টিগুেল প্রভৃতি পান্ধীর চারিধারে ঘিরিয়া পান্ধীর সঙ্গে সঙ্গে লবটুলিয়ার সীমানার নূতন বস্তি মহারাজীটোলা পৰ্য্যস্ত আসিল। মটুকনাথ সংস্কৃতে স্বস্তিবাচন উচ্চারণ করিয়া আমায় আশীৰ্ব্বাদ করিল। রাজু • বলিল—হজুর, আপনি চলে গেলে লবটুলিয়া উদাস হয়ে যাবে। প্রসঙ্গক্রমে বলি এদেশে উদাস’ শব্দের ব্যবহার এবং উহার অর্থের ব্যাপকতা অত্যন্ত BBB S BBBSBB BBB BBB BBBB BBSBBS BB BBB SSSSSS BBB BBB কি অর্থে উহা ব্যবহৃত হইল ঠিক বলিতে পারিব না। আমার বিদায় লইয়া আসিবার সময় একটি মেয়ে কাদিয়াছিল। আজ সকাল হইতে আসিয়া সে কাছারির উঠানে দাড়াইয়া ছিল—আমার পান্ধী যখন তোলা হইল, তখন চাহিয়া দেখি সে হাপুণ-নয়নে কঁাদিতেছে । মেয়েটি কুস্তা। নিরাশ্রয়া কুস্তাকে জমি দিয়া বসবাস করাইয়াছি, আমার ম্যানেজারী জীবনের ইহা একটি সৎকাজ। পারিলাম না কিছু করিতে সেই বালিকা মঞ্চীর । অভাগিনীকে কে কোথায় যে ভুলাইয়া লইয়া গেল –আজি সে যদি থাকিত তাহার নিজের নামে জমি দিতাম বিনা সেলামীতে । নাঢ় বইহারের সীমানায় নকৃছেদীর ঘর দেখিয়াই আরও ওর কথা মনে পড়িল । স্বরতির ঘরের বাহিরে কি করিতেছিল, আমার পাস দধিয়াই বলিয়া উঠিল—বাবুজী, বাবুজী, একটু রাখুন— পরে সে ছুটির আসিয়া পান্ধীর কাছে দাডাইল। ছনিয়াও আসিল পিছু-পিছু। —বাবুজী, কোথায় যাচ্ছেন ? —ভাগলপুরে । তোর বাবা কোথায় ? —ঝলুটোলার গমের বীজ আনতে গিয়েছে। কবে আসবেন ? -ठांद्र ट्रांगद मl । هدسه و .R