পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশনি-সংকেত Je X যাবে ? পথ তো কম নয়— ছোট-বোঁ হাত নেড়ে নেড়ে বেশ ভঙ্গি করে কৌতুকের মুরে বললে—ইটবোও না, যাবোও না— —যাবে না মানে ? —মানে, যাবো না । যদু-পোড়া রাগের মুরে বললে—যাবে না তবে আমাকে এমন করে নামলে কেন ? —বেশ করিচি । কথা শেষ করেই কাপালী-বোঁ ফিরে চলে আসবার জন্যে উষ্ঠত হয়েচে দেখে যদু-পোড়া দাত থিচিয়ে বললে--না খেয়ে মরছিলে বলে ব্যবস্থা করছিলাম। না যাও, মরে না খেয়ে । কাপালী-বোঁ কোনো উত্তর না দিয়ে হন হন করে চলে গেল। যদু-পোড়ে চেচিয়ে ডাক দিলে—শুনে যাও, একটা কথা আছে— কাপালী-বোঁ একবার দূর থেকে চেয়ে দেখলে পিছন ফিরে। একটু ইতস্তত করলে। তারপর একেবারেই চলে গেল।