পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্ম ও মৃত্যু శ్రీలి(t করো না ? যাও এখন যাও— আমি শাস্তিরামের কাছে যাই নাই, গিয়াছি খুড়ীমার কাছে । কিন্তু আমার দুঃখ হইল যে, খুড়ীমা ইহার প্রতিবাদে একটি কথাও বলিলেন না—আমি তখনই ওদের বাড়ী হইতে চলিয়া আসিলাম । ভয়ানক অভিমান হইল খুড়ীমার উপর—তার কি একটা কথাও বলা উচিত ছিল না ? ইহার পর খুড়ীমাদের বাড়ী যাওয়া একেবারে বন্ধ না করিলেও কমাইয়া দিলাম। খুড়ীমাকে আর তেমন করিয়া পাই না ; শান্তিরাম আজকাল দেখি সময় নাই, অসময় নাই, ছাদে কি সিডির ঘরে বসিয়া খুড়ীমার সহিত গল্প করিতেছে—আমার যাওয়াটা সে যেন তেমন পছন্দ করে না । খুড়ীমাও যেন শাস্তিরামের কথার উপর কোন কথা জোর করিয়া বলিতে পারেন না । খুড়ীমার নামে পাড়ায় পাড়ায় যে-কথা রটনা হইতেছে, তাহ আমার কানে প্রতিদিনই যায়। লক্ষ্য করিলাম, খুড়ীমার উপর আমার ইহার জন্ত কোনই রাগ নাই, যত রাগ শান্তিরামের উপর। সে দেথিতে ফসর্ণ বটে, বেশ শহুরে-ধরনের গোছালো কথাবাৰ্ত্তাও কয় বটে, শৌধীন সাজপোশাকও করে বটে, কিন্তু হয়ত তাহার ফিট ফাট সাজগোজের দরুনই হোক, কিংবা তাঙ্গর শহর-অঞ্চলের বুলির জন্তেই হোক, কিংবা তাহার ঘন ঘন বার্ডসাই খাওয়ার দরুনই হোক, লোকটাকে প্রথম দিন হইতেই আমি কেমন পছন্দ করি নাই। কেমন যেন মনে হইয়াছিল এ লোক ভালো না । একদিন চৌধুরীদের পুকুরঘাটে বাধানো-রাণায় সৰ্ব্ব চৌধুরী ও কালীময় বাড়য্যে কি কথা বলিতেছিল—আমি পুটি-মাছ-মারা ছিপ-হাতে মাছ ধরিতে গিয়াছি—আমাকে দেখিয়া উহার কথা বন্ধ করিল। আমি বাধানে ঘাটে নামিয়া মাছ ধরিতে বসিলাম। সৰ্ব্ব চৌধুরী বলিল—তাই তো ছোড়াটা যে আবার এখানে । কালীময়—জ্যাঠা বলিলেন—বল, বল, ও ছেলেমান্থব, কিছু বোঝে ন । সৰ্ব্ব চৌধুরী বলিল—এখন কি করবে, এর একটা বিহিত করতে হয়। গায়ের মধ্যে আমরা এমন হতে দিতে পারি নে। একটা মিটিং ডাকে। পরেশের বে সম্বন্ধে এমন হয়ে উঠেছে যে কান পাতা যায় না । নরেশকে একখানা চিঠি লিখতে হয় তার চাকুরির স্থানে, আর ওই শাস্তিরাম না কি ওর-– কেও শাসন ক'রে দিতে হয় । কালীমন্ন-জ্যাঠা বলিলেন—শাসন-টাসন আর কি—ওকে এ-গ্রাম থেকে চলে যেতে বলে । না যায় আচ্ছা ক'রে উত্তম-মধ্যম দাও। নরেশ কি চাকুরি ছেড়ে আসবে এখন কুটুম্বু শাসন করতে ? সে যখন বাড়ী নেই, তখন আমরাই অভিভাবক। সৰ্ব্ব চৌধুরী বলিলেন—দুড়ীটাও নাকি বড্ড বাড়িয়েছে শুনতে পাই। কালীময় জ্যাঠা বলিলেন—তাই তো শুনছি। বয়েসটা খারাপ কিনা। ভাতে স্বামী खझे ब्रकभ । কালীময় জ্যাঠী আমাকে যতই না বোকা ভাবুন আমার কিন্তু বুঝিতে কিছুই বাকি রছিল