পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্ম ও মৃত্যু ❖,8ጫ টানেল দিয়ে ধোৱা উড়িয়ে ট্রেণ যাচ্চে আসচে। শাফ্ট এলিগুলো ঝক ঝক্ক শৰ করে পাহাড়ের নিচে সাইডিং লাইনের মুড়োয় গিয়ে ধোয় ছড়িছে। কয়লার ধোয়ার দিনরাত আকাশ-বাতাস সমাচ্ছন্ন । একদিন রবিবারে ছুটির ফঁাকে—সে আর তার কাকার বন্ধু সেই বড়বাবুর ছেলে মণি, মারক পাহাড়ের ধারে বেড়াতে গেল। মণি ছেলেটি বেশ, পাটনা ইউনিভার্সিটি থেকে বি-এল-সি দিয়েচে এবার, তার বাবার ইচ্ছে কাশী হিন্দু ইউনিভার্সিটিতে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো। কিন্তু মণির তা ইচ্ছে নয়, সে কলকাতার সায়েন্স, কলেজে অধ্যাপক রমণের কাছে ফিজিক্স, পড়তে চায়। এই নিয়ে বাবার সঙ্গে তার মনান্তর চলচে। হীরু জানতে এসব কথা । বৈকাল বেলাটি। জামালপুর টাউনের আওয়াজ ও ধোয়ার হাত থেকে অব্যাহতি পাবার জন্তে ওরা দক্ষিণ দিকে পাহাড়ের ওপর দিয়ে অনেকটা চলে গিয়েচে । নীল অতসী ও বনতুলসীর জঙ্গল হয়ে আছে পাহাডের মাথায় সেই জায়গাটায়। ঘন ছায়া নেমে আসচে পূর্বদিকে শৈলসাচুতে, একটি বন্তলতার হলদে ক্যামেলিয়া ফুলের মতে ফুল ফুটেচে, খুব নিচে কুলীমেয়েরা পাহাড়তলীর লম্বা লম্বা ঘাস কেটে আঁটি বাধ চে–পূবদিকে যতদুর দৃষ্টি যায় সমতল মাঠ, ভূটার ক্ষেত, খোলার বস্তি, কেবল দক্ষিণে, পূব-পশ্চিমে টানা পাহাড়শ্রেণী ও শালবন থৈ থৈ করচে, আর সকলের ওপরে উপুড় হয়ে পড়েচে—নিকট থেকে দূরে স্বরে প্রসারিত মেঘমুক্ত মুনীল আকাশ । একটা মহুয়াগাছের তলায় বসে মণি বাড়ী থেকে আনা স্যাণ্ডউইচ, ডিমসিদ্ধ, রুটি এবং জামালপুর বাজার থেকে কেনা জিলাপী একখানা খবরের কাগজের ওপর সাজালে-থার্মেফ্ল্যাস্ক খুলে চা বার করে এক ল কলাই-করা পেয়ালায় ঢেলে বললে--এসে হীরুদ– দেখলে, হীর অন্তমনস্ক ভাবে মহুয়াগাছের গুড়িটা ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে । —খাবে এসো, কি হ’ল তোমার হীরুদা ? হীরু নিরুৎসাহ ভাবে খেতে লাগল। সারা বৈকালটি যতক্ষণ পাহাড়ের ওপর ছিল, কেমন যেন অন্তমনস্ক, উদাস—কি যেন একটা ভাবচে । মণি ভাবলে, পাহাড়ে বেড়ানোটাই মাটি হয়ে গেল হীরুদার জন্তে। পাহাড় থেকে নামবার পথে হীরু হঠাৎ বললে—মণি, একটি মেয়েকে বিয়ে করবে ভাই । মণি হো হে ক’রে হেসে উঠে বললে—কি ব্যাপার বল তো হীরুদা ? তোমার আজ হয়েচে কি ? —কিছু হয় নি, বলে না মণি ? একটি গরীবের মেয়েকে বিয়ে ক’রে দায় উদ্ধার করে। না—তোমার মতো ছেলের— . —কি, তোমার কোনো আপনার লোক ? তোমার নিজের বোন নাকি ? —বোন না হ’লেও বোনের মতই। বেশ দেখতে মেয়োট, মুত্র, বুদ্ধিমতী ।