পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छद्म ७ श्रृङ्क wo অনেক কষ্টে কুমীকে রাজী করিয়ে তার চুল বাধা হ’ল, মেয়ে দেখানেওহ'ল। দেখানোর সময় মেয়ের অজস্র গুণ ব্যাখ্যা ক’রে গেল হীরু । কুমী কিন্তু পাঞ্জাব প্রদেশ কোন দিকে বলতে পারলে না, তাজমহল কে তৈরি করেছিল সে সম্বন্ধেও দেখা গেল সে সম্পূর্ণ অজ্ঞ। হাতের লেখা বেঁকে গেল। গান গাইতে জানে না বললে—যদিও সে ভালোই গাইতে জানে এবং তার গলার সুরও বেশ ভালো । সঙ্গের ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ ক’রেই ফিরতি নৌকোতে রেল স্টেশনে চলে গেলেন। রাত্রের ট্রেনেই তিনি খুলনার তার শ্বশুরবাড়ী যাবেন। যাবার সময়ে বলে গেলেন—মতামত চিঠিতে জানাবেন। হীরু তাকে নৌকোতে তুলে দিয়ে ফিরে এসে কুমীকে বললে—কি ক'রে বললে—গান গাইতে জানো না ? ছিঃ, একি ছেলেমাঙ্গুষি, ওরা শহরের মানুষ, গান শুনলে খুব খুশি হয়ে যেত। এমনি তো ঘরের কোণে খুব গান বেরোয় গলায় ? অার এর বেলা কুমী রাগ ক’রে বললে—ঘরের কোণে গান গাইবে না তো কি আসরে বসে গাইতে যাবে ? পারব না যার তার সামনে গান গাইতে । হীরুও রেগে বললে—তবে থাকো চিরকাল আইবুড়ো ধিঙ্গী হয়ে । আমার কি ? কুমীর বাড়ীর ও পাড়ার সবাই এজন্ত কুমীকে ভৎসনা করলে। গান গাও ন গাও, গান গাইতে জানি একথা বলার দোষ ছিল কি ? ছিঃ, কাজটা ভালো হয় নি। বলাবাহুল্য, ভদ্রলোকের কাছ থেকে কোন পত্র এল না এবং হীরু পূজার ছুটি অন্তে জামালপুরে গিয়ে শুনলে, মেয়ে তাদের পছন্দ হয় নি। মাস পাচ ছয় কেটে গেল। কি অদ্ভুত পাচ-ছ: মাস। কাজ করতে করতে জানালা দিয়ে যখনই উকি দিয়ে বাইরে দিকে চায়, তখনই সে অন্তমনস্ক হয়ে পড়ে, কুমীকে কতবার জানালার বাইরে দাড়িয়ে থাকতে দেখেচে.হাত-পা নেড়ে উচ্ছ্বস্তিকণ্ঠে হেসে গড়িয়ে পড়ে কুমী গল্প করেচে। নিমফুলের গন্ধভরা ক ও অলস চৈত্ৰ-দুপুরের স্থতিতে মধুর হয়ে উঠেচে বৰ্ত্তমান ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে তার খুব আলাপ হয়ে গেল। নতুন এম্‌বি পাস করে জামালপুরে প্র্যাক্টস্ করতে এসেচে, বেশ সুন্দর চেহারা, বাড়ীর অবস্থাও খুব ভালো, তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হীরু জানতে পারলে ছোকরা এখনও বিয়ে করে নি এবং কুমীদের পালটি ঘর। অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখতে যেতে রাজী করালে । মেয়ে দেখাও হ’ল—কিন্তু শেষ পৰ্য্যন্ত কিছুই হ'ল না, তাদের কুটুম্ব পছন্দ হয়নি শোনা গেল। একে তে অজ পাড়াগ, দ্বিতীয়তঃ তারা ভেবেছিলেন পাড়াগায়ের জমিদার কিংবা অবস্থাপন্ন ঘরের মেয়ে, আমন গরীব ঘরের মেয়ে তাদের চলবে না । 發 মাস তিনেক পরে হীর আর এক বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়ে পিলিমার বাড়ী হাজির হল। কুমীদের বাড়ীর সবাই বললে—হীর বড় ভালো ছেলে, কুমীর জন্য চেষ্টা করচে প্রাণপণে ।