পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Վ90 Ե বিভূতি-রচনাবলী —এ কথার উত্তর নেই হীরুদা। ছেলেবেলায় তোমরা সব ছিলে, সে এক দিন ছিল। এখনও তা বলে খারাপ লাগে না—জীবনে নানারকম দেখা ভালো-নয় কি ? –কুমী, একটা কথার উত্তর দে। তোর সংসারের টানাটানি খুব ? —কে বললে একথা ? মা বলেছিল সেই তো কাল রাত্তিরে ? ও বাজে কথা, জানো তো মা যত বাজে বকে । বুড়ো হয়ে মার আরও জিব আলগা হয়ে গেছে। —কুমী, আমার কাছে সত্যি কথা বলবিনে ? ঐ, তুমিও পাগলামি শুরু করলে। নাও, খেয়ে নাও—যত বাজে বকতে পারে। —ম গো !...দাড়াও, পায়েসটা আনি—কচুর শাক পড়ে রইল কেন অতখানি ? “ন সে হবে না —দ্যাখ, কুমী, আমার কাছে বেশি চালাকি করিম নে। তোকে আর আমি জানি নে ? কোলার ঘাটে পায়ে খেজুর-কাট ফুটে গিয়েছিল, মুখে একটু রা করিস নি, জানতে দিস নি কাউকে— -त्रांदांब्र ? হীরু চুপ করে গেল। এতখানি বলে সে ভালো করে নি, বোকের মাথায় বলে ফেলেচে । কুমী যা ঢাকতে চায়, ও তা বা’র করে কুমীর আত্মসন্মানে ঘা দিতে চায় কেন ? ছিঃ কুমী বললে—আবার কবে আসবে হীরুদা ? —সত্যি কথা যদি শুনতে চাস, আমার যেতে ইচ্ছে হচ্চে না কিন্তু । —আবার বাজে বকতে শুরু করেচ হীরুদা। তোমার যা কিছু সব সামনে, চোখের আড়াল হ’লে আর মনে থাকে না। আর ঘুরিয়ে ফিরিয়ে যত বাজে বকুনি —তুমি তো জানো না একটুও বাজে বকতে ? আমি ইচ্ছে করলে থাকতে পারি নে ভেবেছিস্ ? —ই, থাকো না দেখি কাজকৰ্ম্ম বন্ধ করে। বৌদি এসে চুলের মুঠি ধরে নিয়ে যাবে না ? —আচ্ছা সে যাক, একটা কথার উত্তর তোকে দিতেই হবে। আমি যদি এখানে থাকি তুই খুশি হোস ? —উ, মা গো, মুখ বুজে খেয়ে নাও দিকি ? কি বাজে বকতেই পারে ? হীরু দুঃখিত ভাবে বললে—আমার এ কথাটারও উত্তর দিবি নে কুমী ? তুই এত বদলে গিয়েছিস্ আমি এ ভাবতেই পারি নে। আচ্ছা, বেশ । কুমী হেসে প্রায় লুটিয়ে পড়তে পড়তে বললে—তোমার কিন্তু একটুও বদলায় নি হীরুদা, সেই রকম আচ্ছা, বেশ বলা, সেই রকম কথায় কথার রাগ করা। আচ্ছা, কি বলব বলে নিকি ? তুমি জানো না ও-কথার কি উত্তর আমি দিতে পারি? ভেবে স্থাখে তা হলে আমি বদলাই নি, বদলে গিয়েছ তুমি হীরা।