পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

US$ বিভূতি-রচনাবলী मां ८ग खेठिंब्रांझिण ! ট্রেণে যাইতে যাইতে ঠাণ্ড হাওয়া লাগিয়া তাহার উত্তেজনা অনেকটা শান্ত হইল। কিন্তু একটা উত্তেজনা তখনও কমিল না-কতক্ষণে স্ত্রীর কাছে কথাটা বলিবে । গাড়ী যেন চলিতে চাহিতেছে না, এত বড় আনন্দের খবর কাহাকেও না জানাইতে পারিয়া, ভগবান জানেন, কি অসহ যন্ত্রণা যে তাহার হইতেছে! গাড়ীর কোণে একটা প্রৌঢ় ভদ্রলোক গলায় কৰ্ম্মটার জড়াইয়া বসিয়া আছেন। তাহাকে গিয়া কথাটা বলিবে ? —দেখুন মশায়, বড় একটা মজা হয়েচে । একটা আপিসে চল্লিশটা টাকা পেতুম, তারা ভুল ক’রে এগারোশ টাকা দিয়েচে । এই দেখুন টাকা । আপিলের নাম সে তো বলিতে যাইতেছে না ? দরকার নাই, সন্দেহ করিয়া লোকটা যদি পুলিশে খবর দেয়। আপিসের লোকে নিশ্চয়ই ভুল ধরিয়া ফেলিবে এবং তখনি তাহার সন্ধানে লোক ছুটিবে। ছুটিলেও তাহার ঠিকানা বাহির করার কোনো উপায় নাই। একশো টাকার নোটগুলি ভাঙ্গাইয়া ফেলিতে হইবে । সিরাজগঞ্জে তাহার মামা পাটের আপিসে কাজ করেন, মামার সাহায্যে একশো টাকার নোট ভাঙ্গাইরা খুচরা দশ টাকার নোট সংগ্ৰহ করিতে হইবে। কালই সকালের ট্রেনে সিরাজগঞ্জ রওনা হওয়া দরকার । হরিপদর স্ত্রী আশালত নোটের তাড়া দেখিয়া অবাক হইয়া স্বামীর দিকে চাহিয়া রহিল। বলিল—ই্যাগ, তার বুঝতে পারলে না, ভুল ক'রে কার টাকা কাকে দিলে! —বড় বড় আপিসের মজাই তো ভাই। বজ্র আঁটুনি ফস্কা গেরো। এদিকে এক এক ডিপার্টমেন্টে পঞ্চাশ ষাট একশো লোক খাটচে, আর ও দিকে ওই কাণ্ড। বড়বাবুর কাছে যাও, বিল সই করে নিয়ে এসো, ক্যাশে যাও, আবার সই করাও। সব মিথ্যে জাকজমক আর কেতা-দুরস্ত ।

  • অাশালত বলিল, কিন্তু ওসব নোটের শুনেচি নম্বর থাকে, যদি পুলিশে হুলিয়া করে দেয়, তুমি নোট ভাঙ্গাবে কি করে? ওইখানেই তো ভয়!

—কিছু ভয় নেই। প্রথম তো আজকাল একশো টাকার নোটের নম্বর থাকে না শুনেচি। অত বড় আপিলে একশো টাকার যে সাধারণ নম্বর থাকে, তা টুকে রাখবে না। আর তা ছাড়া কালই সিরাজগঞ্জে গিয়ে মামার কাছ থেকে সব নোট ভাঙ্গিয়ে আনচি। আমার ঠিকানা ওদের কাছে নেই যে ধরবে । নাম দেখে ধরতে পারবে না। হরিপদর স্ত্রী বলিল-ভালোয় ভালোয় নোটগুলো ভাঙ্গিরে তো আনো । সামনের পুরিমের দিন সত্যনারায়ণের শিৱি দিয়ে দিই। ও টাকা ভগবান আমাদের মুখ চেরেই टिब्रटझन । সিরাজগঞ্জে গিয়া টাকা ভাঙ্গাইয়া আনিতে কোনো বাধা হইল না। কথা ফাল কৰিঙে হয় নাই, চতুর হরিপদ মামাকে বলিল, ব্ৰক্ষোত্তর ধানের জমিগুলো সব বেচে দিলুম। কি