পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अषा ७ श्रृङ् శ్రీsసి একদিন সন্ধ্যার পর হরিপদ খাইতে বসিয়াছে, আশালতা তাহার জন্ত দুখ গরম করিয়া আনিতে গিয়াছে। হঠাৎ হরিপদ লুচি চিৰাইতে চিবাইতে বেকারদায় জিভ কামড়াইয়া ফেলিরা যন্ত্রণায় বলিয়া উঠিল—উ— ঠিক সেই সময় আশালত দুধের বাটি লইয়া আসিয়া বলিল—কি হ’ল গা ? হরিপদ বা হাত দিয়া গলাটা চাপিয়া ধরিয়া খানিকক্ষণ চুপ করিয়া মুখ বিকৃত করিয়া বসিয়া রহিল, কোন কথা বলিল না । আশালতা পুনরায় উদ্বেগের মুরে বলিল—কি হয়েচে, হ্যাগ ? অমন করে আছ কেন ? হরিপদ সঙ্গে সঙ্গে রুক্ষসুরে চিৎকার করিয়া বলিয়া উঠিল—হবে আর কি, যেদিন থেকে তুমি অলক্ষ্মী ঘরে ঢুকেচ, সেদিন থেকে এ সংসারের ভাস্কি নেই। শুধু শুধু নইলে গরুর বাছুরটাই বা মরে যাবে কেন, আর—বলিয়া লুচির থালা হাতের ঠেলায় সজোরে দশ হাত তফাতে ছিটকাইয়া ফেলিয়া হরিপদ উঠিয়া ঘরের বাহিরে চলিয়া গেল। আশালতা দুধের বাটি-হাতে আড়ষ্ট হইয়া দাড়াইয়া রহিল। হরিপদ অনেক রাত্রে বাড়ী ফিরিল। আসিয়া দেখিল, স্ত্রী বারানার চুপ করিয়া বলিয়া আছে। জিভের ব্যথা কমিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাহার মনে হইয়াছে—ছি, অমন করে তখন বলাটা ভালো হয়নি—না, একটু বেশি বলা হয়ে গিয়েচে–ভখন আর মাথার ঠিক ছিল । না তো –ছিঃ ! ঘরে ঢুকিয় স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া বলিল—‘নাও ওঠে, স্বাগ করেচ নাকি ? খাওয়া-দাওয়া হয়েচে ? অাশালত ঝরঝর করিয়া কাদিয়া ফেলিল, কোন কথা বলিল না। হরিপদ স্ত্রীর হাত ধরিয়া উঠাইতে গেল। আশালতা আঁচলে চোখ মুছিয়া বলিল, থাকৃ, বোলো এখানে, একটা কথা “লি । —কি ? —দেখো সে টাকা তুমি ফেরত দিয়ে এসো। যা খরচ হয়ে গিয়েছে, আমার চুড়ি ক’গাছ বন্ধক দিয়ে হোক, বেচে হোক, সেটা পুরিয়ে দাও গিয়ে। ওই টাকা যেদিন থেকে ঘরে ঢুকেচে, সেদিন থেকে সংসারের শান্তি চলে গিয়েচে, ও আর কিছুদিন থাকলে একেবারে সৰ্ব্বনাশ হয়ে যাবে। তুমি কাল যাও, টাকা ফেলে দিয়ে এসে গিয়ে। রাত্রিটা কাটিয়া গেলে হরিপদ দেখিল, প্রায় একশো টাকা আন্দাজ খরচ হইয়া গিয়েছে সেই টাকা হইতে। স্ত্রীর গহনা লইয়া সেদিনই সে কলিকাতা রওনা হইল এবং পোন্ধারে দোকানে বেচিয়া টাকাটা সংগ্রহ করিল। কোম্পানীর আপিসে গিয়া ভাবিল, কোনো ছুটে কেরানীর কাছে টাকাটা দেব না,—হিসেবের বাইরের টাকা সে মেরে দেবে । সে একেবারে সরাসরি বড়বাবুর ঘরে গিয়া হাজির হইল । বড়বাৰু বলিলেন, কি চান ? হরিপদ সব খুলিয়া বলিল। ঘরে আর কেহ ছিল না। বড়বাৰু আশ্চৰ্য্য হইয়া গেলেন। এই টাকা লইয়া অপিসে যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছে। হরিপদ যাইবার দুদিন পরে बि. ब्र. ¢v-२8 F.