পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७१३ बिहूडि-ब्रध्नावली কেশৰ বলিল—মার একটু চল বিলের ধারে— বিলের ধারে ঘন বাশবনের মধ্যে গৰ্ত্ত করিয়া কথা-জড়ানো শিশুকে পুতিয়া ফেলা হইল। দশ মাশের দিব্যি ফুটফুটে শিশু, কাথা হইতে গোলাপ ফুলের মতো ছোট মুখখানি বাহির হইয়া আছে। মুখখানিতে ছোট একটুখানি ই, মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে। কেশবের কোলেই ছেলে, গর্ভের মধ্যে পুতিবার সময় সে বলিল—গা এখনও গরম রয়েচে । রজনী খুড়ো ইহাদের মধ্যে প্রবীণ, তিনি বলিলেন—আহ-হা, ওসব ভেব না। সতু, নাও না ওর কোল থেকে, ওর কোলে কি বলে রেখে দিয়েচ ? গৰ্ত্তে মাটি চাপান হইল। কেশব অবাক নয়নে গর্ভের মধ্যে স্বভক্ষণ দেখা যায়, চাহিয়া রহিল। ছোট মুঠাবাধা হাত দুটি মাটি চাপা পড়ির অদৃপ্ত হইবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হইয়া গেল । রজনী খুড়ে বলিলেন—চল হে বাবাজী, ওদিকে আর চেও না। সংসার তবে আর বলেচে কেন ? আমারও একদিন এমন দিন গিয়েচে, আমার সেই মেয়েটা-জান তো সবই । আজ আবার তোমার মনিব-বাড়ী কাজ, তোমারও তো সেখানে থাকতে হবে। দেখ তো দিন বুঝে আজই— কাজটা সাঙ্গ হইয়া গেল খুব সকালেই। বাড়ী যখন ইহারা ফিরিল, তখন সবে রৌদ্র উঠিয়াছে। একটু পরে সাম্যাল-বাড়ী হইতে লোক আসিল কেশবকে ডাকিতে। বলিল-আম্বন মুহুরী }মশা, বাৰুভাকলে। তিনি সব শুনেচেল, কাজকৰ্ম্ম করলে মনটাকে ভুলে থাকবেন, সেই জন্তে ডেকে নিয়ে যেতে বলে দিলেন। আজ সায়্যাল-বাড়ীর মেজবাবুর ছেলের অন্নপ্রাশন। সান্ন্যালের গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে। পয়সাওয়ালা ও বদ্ধিষ্ণু। এ অঞ্চলে প্রতিপত্তিও খুব । তেজারুতিতেও ষাট সত্তর হাজার টাকা খাটে। পাশাপাশি আট দশখানা গ্রামে এমন চাষী <धंॉब्र ब्रांझे, cश गांझTांण८लग्न कां८छ् झांड *ां८ड नांझे । কেশব বলিল, চল যাচ্চি, ইয়ে “বাড়ীতে একটু শাস্ত করে যাই। মেয়েমানুষ, বড্ড কান্নাকাটি করচে । সাল্ল্যালের লোক খুব ভাল। বৃদ্ধ সায়্যাল মশায় কেশবকে দেখিয়া বলিলেন, আরে এল, এল কেশব । আহা, শুনলাম সবই । তা কি করবে বল । ও দেবকুমার, শাপত্ৰষ্ট হয়ে এসেছিল, কি রূপ, তোমার অদৃষ্টে থাকবে কেন ? যেখানকার জিনিস সেখানে চলে গিয়েচে । তা ও আর ভেব না, কাজকর্শে থাক, তবুও অনেকটা অঙ্গমনস্ক থাকবে। দেখ গিয়ে বাড়ীর মধ্যে ভাতের উকুনগুলো কাটা হচ্চে কি না। বৌমাকেও আনতে পাঠাচ্চি, তিনিও এলে cमषांतरनां कङ्गन, कांग्छन्न दांफ़ी वारङ थॉकट्वन । মোটরে করিয়া একদল মেয়ে-পুরুষ ফুটুম্ব আসিল। भंशद्वब्रव्र ८णांक ! cभ८ब्रह्मब्र श्रृंझ्नांब्र बांशंब नांहे, cन गष बांणहेि फेटैिब्रां श्रिीब्रां८छ्, लांफ़िद्र