পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভূতি-রচনাবলী ميافاري চক্ৰবৰ্ত্তীর দলই প্রবল হইল। আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে, বিছাতের মনটি বড় নরম, পাড়ার আপদ-বিপদে ডাকিলেই ছুটির আসে এবং বুক দিয়া পড়িয়া উপকার করে, তাহার উপর সে ছেলেমাস্থ্য, এখনও তত বুঝিবার বয়স হয় নাই, বৃদ্ধের দলের আসল যুক্তি এই। কিন্তু, এ সত্য কথা সভায় দাড়াইয়া বলা যায় না। কুমার চক্ৰবৰ্ত্তাঁর দলের লোকেরা বলিল—সেবার সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলে দিয়েছিলাম, বিদ্যুৎ সুশীলদের বাড়ী যাতায়াত বা মুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক। এক বছর আমরা যদি দেখি, সে আমাদের কথা মেনে চলেছে, তবে আমরা তাদের দলে তুলে নেব—কিন্তু সে কি তা শুনেচে ? হারাণ চক্রবর্তী বলিলেন—কৈ কে দেখেছে—বলুক কবে আমার মেয়ে এই এক বছরের .মধ্যে— কিন্তু এমন ক্ষেত্রে পাড়াগায়ে দেখিবার লোকের অভাব হয় না। দেখিয়াছে বৈ কি ! বহু লোক দেখিয়াছে। পরের বাড়ী কোথায় কি হইতেছে দেথিবীর জঙ্গ যাহার ওত পাতিয়া থাকে, তাদের চোখে অত সহজে ধূলা দেওয়া চলে না। অবশেষে কে বলিল-আচ্ছা, কাউকে দিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হোক না—সে যদি আমাদের সামনে স্বীকার করে, সে ওখানে যাতায়াত করে এবং সঙ্গে সঙ্গে ঘটি স্বীকার করে, কথা দেয় যে, আর কখনও এ কাজ সে করবে না, তবে না হয়— বিদ্যুৎ পাচিলের ঘুলঘুলিতে চোখ দিয়াই দাড়াইয়া ছিল। কেশব গিয়া বলিল-মা আছিস ? রাজী হয়ে যা না, ওরা যা যা বলছে । কেন মিছে মিছে— বিদ্যুৎ কাদিয়া বলিল—আপনি ওদের বলুন আমি সব তাতে রাজী আছি কাকা। সভার মধ্যে বাপকে অপদস্থ হইতে দেখিয়া লজ্জায়, দুঃখে সে মরিয়া যাইতেছিল...তার জগুই তার নিরীহ পিতার এ দুর্দশ...তা ছাড়া তার দাদা শ্ৰীগোপালের ছোট ছোট ছেলেমেয়ের আজ পাচ ছ দিন হইতে যজিবাড়ীর নিমন্ত্রণ খাইবার লোভে অধীর হইয়া আছে, ছেলেমাস্থ্য তারা কি বোঝে—অথচ আজ তাদের নিমন্ত্রণ হয় নাই, এবাড়ীতে আসিতে না পাইর মুখ চুন করিয়া বেড়াইতেছে—ইহা তাহার প্রাণে বড়ই বাজিয়াছে। ছোট মেয়ে মুৰু তো কেবলই জিজ্ঞাসা করিতেছে—পিছিমা, ওদের বালি থেকে ডাকতে আছবে কখন ? পায়েছ খাব, ছন্দেছ খাব, না পিছি ? আমি যাব, ওবু যাবে, দাদা যাবে, भi चi८द् তার মা ধমক দিয়া থামাইরা রাখিয়াছে—থাম, এখন চুপ কর। যখন যাবি তখন যাবি। তা না এখন থেকে—এখন বরং একটু ঘুমে দিকি । ঘুমিয়ে উঠে আমরা সেই বিকেলে তখন সবাই যাব । ঘরে বাহিরে বিছাতের আর মুখ দেখাইবার জো নাই। কিন্তু, কেশবের কথায় কি হইবে । এক অধিটি বাজে লোকের প্রস্তাবেই বা কি হইবে। বরা বাড়য্যে ও কুমার চক্রবর্তী এ প্রস্তাবে রাজী হইলেন না। একবার যে শর্ত ভঙ্গ