পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९b* বিভূতি-রচনাবলী হোক, ঘোড়া ঠিক উঠতে পারবে। জঙ্গল পার হইয়া কুণ্ডীর ধারে গিয়া এক অদ্ভূত দৃগু চোখে পড়িল । কুণ্ডীর চারিধারে কাদার উপর আট-দশট ছোট-বড় সাপ, অন্ত দিকে তিনটি প্রকাও মহিষ একসঙ্গে জল খাইতেছে । সাপগুলি প্রত্যেকটি বিষাক্ত, করত ও শঙ্খচিতি শ্রেণীর, যাহা এদেশে সাধারণত দেখা যায় । মহিষ দেখিয়া মনে হইল এ ধরণের মহিষ আর কখনও দেখি নাই। প্রকাণ্ড একজোড শিং, গায়ে লম্বা লোম—বিপুল শরীর। কাছেও কোন লোকালয় বা মহিষের বাথান নাই— তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পরিলাম না । ভাবিলাম, চরির খাজনা ফাকি দিবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তে জঙ্গলের মধ্যে কোথাও ব৷ বাথান করিয়া থাকিবে । কাছারির কাছাকাছি আসিয়াছি মুনেশ্বর সিং চাকুলীদারের সহিত দেখা । তাহাকে কথাটা বলিতেই সে চমকিয়া উঠিল—আরে সর্বনাশ! বলেন কি হুজুৰ! হনুমানজী খুব বাচিয়ে দিয়েছেন আজ I ও পোষা ভাইস নয়, ও হল অডিন, বুনো ভাইস হুজুৰ, মোহনপুবা জঙ্গল থেকে এসেছে জল থেতে । ও অঞ্চলে কোথাও জল নেই তো । জলকষ্টে পডে এসেছে । কাছারিতে তখনই কথাটা রাষ্ট্র হষ্টয় গেল। সকলেই একবাক্যে বলিল—উ:, হুজুব খুব বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পডলে বরং রক্ষা পাওয়া যেতে পারে, বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নেই। আর এই সন্ধাবেলা নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করত, ঘোড ছুটিয়ে বাঁচতে পারতেন না হুজুব । তার পর হইতে জঙ্গলে-ঘেরা ওই ছোট কুণ্ডীট বন্য জনেয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়। দাডাইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল, রৌদ্রের ক্ৰমবৰ্দ্ধমান প্রখরতায় দিকৃদিগন্তে দাবদাহ যত প্রচণ্ড হইয়া উঠিতে লাগিল—খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডীতে লোকে বাঘকে জল থাইতে দেখিয়াছে, বন-মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে, নীলগাই ও বুনো শুয়োর তো আছেই—কারণ শেষের দুই প্রকার BBBBB KBBB BBB BBS BB BB BB BBBB BBBSBBB BBBB BBBS কুণ্ডীতে যাই শিকারের উদ্দেশুে-সঙ্গে তিন-চার জন সিপাহী ছিল—দু-তিনটি বন্দুকও ছিল । সে যা দৃপ্ত দেখিয়ছিলাম সে রাত্রে, জীবনে ভুলিবর নয়। তাহা বুঝতে হ’লে কল্পনায় ছবি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বনপ্রান্তরের ! আরও কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার, অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতা কল্পনা করা প্রায় অসম্ভব । উষ্ণ বাতাস অৰ্দ্ধশুস্ক কাশ-উটার গন্ধে নিবিড হইয়া উঠিয়ছে, লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিগ বিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডীতে প্রায় নি:শকে জল খাটতেছে এক দিকে দুটি নীলগাই, অন্ত দিকে দুটি হায়েনা ; নীলগাই ছুটি একবার হায়েনাদের দিকে চাহিতেছে, হায়েনারা একবার নীলগাই দুটির দিকে চাহিতেছে—আর দু'দলের মাঝখানে দু-তিন মাস বয়সের এক ছোট নীলগাইয়ের বাচ্চ ।