পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনে-পাহাড়ে 8 రివ —কত বড় ? —একটা বড় খাসি ছাগলের মত। বামিয়াবুরুতে সেদিন রাত্রে যার ডাক শুনেছিলেন— ফরেস্ট গার্ড বললে—বাঘের পায়ের দাগ একদম দেখছি না হজুর। আরও মাইল সাতেক গিয়ে আমাদের গাড়ী সমতলভূমিতে নামলে । সেখানকার আরও মনোহারী শোভা—বী-দিকে একটা পাহাড় চলেচে–বন সেখানে তত ধন না ছেলেও বড় বড় শুভ্রকাও শিববৃক্ষ ও গোলগোলি ফুলের গাছে সমস্ত পাহাড়ের সামুদেশ ভৰ্ত্তি। এই ফুলের গাছ দেখতে আমাদের দেশের আমডা গাছের মত—অথচ প্রথম বসন্তে সম্পূর্ণ নিম্পত্র শ্বেতাভ বৃক্ষগুলিতে যখন স্থৰ্য্যমুখী ফুলের মত বড় বড় ফুট ফোটে-কালে কোয়ার্ট জাইট পাথরের পটভূমিতে, মেঘশূঙ্গ নীল আকাশের তলায়, খররেজ-মধ্যাছে কোন সৌন্দর্ঘ্যের মায়ালোকের মধ্যে সমকৃেএকেৰাৱে তলিয়ে ডুবিয়ে নিয়ে যায় যেন! যতদূর বাই মতলের শোভা আর একরকম। ধরণীর উচ্চাবচ ভূমিরেখা এখানে স্বপরিস্ফুট বন তাদের ঢাকে নি, কোথাও এক ঝাড় পাহাড়ী বাশ, কোথাও অদূরের শৈলশ্রেণী থেকে নেম্নেী চলেচে রন্ধুর উপলদ্ভূত পথে ; কোথাও দু-একটি ਬੱ সুমুর-স্ত্রী ক্রমাগত বলছেন—আহা, বেশ জায়গা, দ্যাথো স্থাখে কেমন ঐণী-খান পাহাড়ের কোলে—এখানে একটা বাড়ী করলে হয় না ? "বর কিছুদূর গিয়ে – --সুখে দ্যাথো কি সুন্দর ঝর্ণাটি। বাশবন—এখানে একটা বাড়ী করলে হয়— উজরথুনেক জায়গায় বাষ্ঠী তৈরি করবার পরামর্শ শুনে শুনে মিঃ সিং বললেন–কিন্তু একটা ব্যাপার মিসেস ব্যানাজি—বাড়ী তো অনেকগুলো করবার প্রস্তাব করলেন—এমব, জায়গায় বাস করতে পারলেন ? আমার স্ত্রী বললেন—কেন ? —খাবেন কি ? রিজার্ভ ফরে ের মধ্যে এ সব গায়ে শুধু হো-জাতীয় লোকের বাস করে –দোকান টোকান নেই – —ওরা জিনিস কোথায় পায় ? —কোনো জিনিসের দরকার নেই ওদের - দেখেই তো এলেন বামিয়াৰুরুতে— কিন্তু আমার স্ত্রীর দোষ নেই, সত্যিই মনে হয় এখানে নানা জায়গায় শুধু বাড়ী করি আর বাস করি। কতবার আমার নিজের মনেও কি উদয় হয় নি সে কথা ? বড় বাড়ী নয়, ক্ষুদ্র পর্ণকুটার। পাহাড়ী বেণুবনের ছায়ায়, নৈশ বাতাসে কীচকের বৃন্ধে রন্ধে যে ৰাশি বাজবে, পর্ণকুটীরে শুয়ে শুয়ে নিন্তব্ধ নিশীথে তা শুধু শুনবো মাধ-ঘুম আধ-জাগরণের মধ্যে ! একটা গ্রামে পাহাড়ের নীচে হাট বসেচে। বললাম—এটা কি গ্রাম ? মিঃ সিং বললেন—ম্যাপ দেখে বলে দিচ্ছি— মোটর থামানো হোল। আমরা গাড়ী থেকে নেমে পড়লাম—এই বন পাহাড়ের মধ্যে