পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 e বিভূতি-রচনাবলী ক্ষুদ্র হাটটি কেমন, কি জিনিস এখানে কেনাবেচা হচ্ছে দেখতে হবে বৈকি। আমরা সবাই হাটের মধ্যে ৰেড়াচ্চি, একটা মহুয়া গাছের তলায় দাড়িয়ে কয়েকটি হো-তরুণী আমাদের দিকে চেয়ে হাসচে দেখে আমরা এগিয়ে গেলুম তাদের কাছে। আমার স্ত্রী বললেন—ঐ তো কালকের সেই মেয়োট—সেই বুধনি কুই— মিঃ সিং হো-ভাষায় ওদের কি বললেন। ওরাও কি উত্তর দিলে হেসে হেসে। श्रांभि दजलांभ-कि वज८5 ७द्रां ? —বলচে, বাবুরা হাট দেখতে এলি ? —মেয়েগুলি কোথেকে এসেচে ! —ওরা বুধনি কুইয়ের বন্ধুবান্ধব। হাট দেখতে এসেচে। জিনিসপত্র কিছুক না কিহক, ভাল সাজগোজ-করে এদেশে সবাই হাটে আসবেই। হাট ওদের উৎসবের জায়গা। এখানেই সাত দিন পরে পরে পাচ গায়ের লোকজনের সঙ্গে দেখাশোনা হয়, গল্পগুজব হয়-হাটের দিন ওদের কাছে একটা আমোদের দিন— 季 আমরা সকলে হাটের মধ্যে ঢুকে পড়ি। অনেক হো-নরনারী দ্বড় হয়েচে। মেয়েদের চুলে প্রচুর করনজার তেল, খোপা ঢিলে ও বাক, তাতে বস্তফুল গোজা । পুরুষদের প্রায় সকলেরই হাতে তীর ধনুক। তীর ধন্থক না নিয়ে কোনো হো-যুবক বা বৃদ্ধ পথ চলে না । ৮ বিক্রী হচ্ছে যা গোটা সিংহুমের হাটে সাধারণতঃ বিক্রী হয়ে থাকে। বীচিওয়ালা বেগুন, টোম্যাটো ও পেয়াজ, শুটুকি মাছ, জোদা আর্থাৎ নীলসে পি পড়ের ডিম, বাথর অর্থাৎ মহুয়ার মদ তৈরী করবার মশলা—দেখতে কদমার মত ; স্বন্দর সরু সীতাশাল চাল, মাটির হড়িকুড়ি, মহুয়ার তেল, করনজার তেল এবং তাতে তৈরী মোট কাপড় ও গামছা । এদেশে মোট চাল তত বেশী দেখা যায় না, যত দেখা যায় সরু সাদ। ধবধবে সীতাশাল চাল। পাহাড়ী পাথুরে জমি নাকি সরু ধানের পক্ষে অমুকুল। বুধনি কুইকে জিজ্ঞেস করা হোল—কি কিনবি রে হাটে ? সে হাসতে হাসতে বললে –কিছুই না। —তবে কেন এসেচিল ? —মুরগীর লড়াই দেথতে । হ্যা—এই একটা আকর্ষণের বস্তু বটে এদের জীবনে। দশক্রোশ হেঁটে এর আসতে পারে মুরগীর লড়াই দেখতে। —কোথায় মুরগীর লড়াই হচ্চে রে । —হয় নি। ওই গাছের তলায় হবে। হাট ভেঙে গেলে হবে, নয়তো মুরগীর লড়াই আরম্ভ হোলে হাটে কে থাকবে ? কথাটা সত্যি বলেছে, বুধনি। কেনা-বেচা, ব্যবসা-বাণিজ্য, টাকা রোজগার- এসব জীবনের অতি তুচ্ছ জিনিস। এর কি দাম আছে জীবনে ? আসল জিনিস হোল মুরগীর লড়াই। গাছের তলায় মাদল বাজচে, গোলাকারে উংস্থক নরনারী ঠ্যাঙে-ছুরি-বাধা ফুটে৷