পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88२ বিভূতি-রচনাবলী সেই অভিজ্ঞতাটার কথা বললেন না ? —চলুন, চিটিমিটি বাংলোতে বসে চ খেতে খেতে আরাম করে শুনবেন। সে সত্যিই শোনবার মত বটে— —কোনো বন্যজন্তুর হাতে পড়েছিলেন ? -ঠক সে ভাবের নয়, তবে পড়লে বিস্মিত হবার কারণ ছিল না। এমন একটা উঁচু জায়গা দিয়ে আমাদের মোটর যাচ্চে যে আমরা আমাদের সামনে সাপের মত আঁকা বাকী সমস্ত পথটা দেখতে পাচ্চি-কখনও শৈলগাত্র বেয়ে, কখনও সংকীর্ণ উপত্যকায় ੋਕਾਂ আবার কখনও দূর দিকচক্রবালে অদৃপ্ত হয়ে পথটা বরাবর চলেচে আগে আগে । বঁকে গ্রামখানির দুদিকে পাহাড়, সামনে ক্ষুত্র একটি পাৰ্বত্য-নুীয়ে চলেছে কুলুকুলু শৰে । পাহাড়ের ওপরে বন্যবাশের বন, শালস্লন, শুভ্রকাও শিববৃক্ষ। ষার কোথাও বাড়ী করবার প্লবৃত্তি হয় না-নিতান্ত আরব বেহুইনেব মত যে ছন্নছাড ৪,"ভ্রাম্যমাণ—তারও অভিলার্ধ জাগবে মনে, ঐ পাহাড়ী ঝর্ণাব পাশে কিছুদিন বাস করি! अॅम्हडेनि । ..সারা কোয়াং পাথরের ridge একদিকে ঢেউখেলানো পাহাড়–অধিত্যকীয় মাঝে । মাঝে শালবন। পাহাড়ের গায়ে রোদ পড়ে বেশ দেখাচ্চে। করঞ্জুলি। * দূবে একটা গ্রাম দেখচি থাকে থাকে পাহাড়ের গা বেয়ে উঠেচে। করম্বুঝিতে হোঅধিবাসীদের ঘরগুলি শালপাতাব ছাওয়া, রাঙামাটির দেওয়াল, পাহাড়ের গম্বুজ উঠেচে দূরের -কালো বনরেখার ওপবে , জ্যোংস্কারাত্রে এই গ্রামগুলি মায়াময় হয়ে উঠবে বেশ বুঝতে পরিচি | বেলা যাবার দেরি নেই—পশ্চিম দিগন্তে দূর বরকেলা শৈলশ্রেণীর ওপরে স্থৰ্য্য ঝুকে পড়েচে । এমন সময় মোটর আবার পাহাড়ের ওপরে উঠতে শুরু করলে। মি: সিংহ বললেন—ওই দেখুন চিটিমিটি বাংলো দেখা যাচ্চে পাহাড়ের মাথায়—ওখান থেকে ওপারের সমতলভূমির দৃপ্ত বড চমৎকার দেখায় একটু পৰে বনপথে উঠে আমাদের গাড়ী একটা ছোট বাংলোর সামনে দাড়ালো। চিটিমিটি বাংলোটি বড় সুন্দর স্থানে অবস্থিত। পাহাড়ের মাথায় ছোট বালে, অনেক নীচে সমতল ভূমি, সন্ধ্যার অন্ধকারে স্বম্পষ্ট। কাসিয়াং থেকে নীচের দিকে যেমন সমতলভূমি দেখা যায়, অনেকটা তেমনি দৃপ্ত। পেছন দিকে পাহাড়ের নীচে উপত্যকায় বনের জাড়ালে করঞ্জুলি গ্রামের হে-অধিবাসীরা মাদল বাজিয়ে গান ধরেছে। বাংলোর মধ্যে ঢুকে দেখা গেল অনেকদিন এখানে কেউ না আসার দরুন আসবাবপত্র ভাল অবস্থায় নেই। ছুটি মাত্র ছোট ঘর। রাত্রে এখানে থাকার বিশেষ অস্থবিধা। হরদয়াল সিং প্রস্তাব করলেন, এই রাত্রেই চাইবালা ফের স্বাক।