পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনে-পাহাড়ে 88షి চলে যাই, ওদের সঙ্গে গল্পগুজব করে ওদের নিঃসঙ্গত কাটিয়ে দিই—ঠিক বলতে পারি ওরাও খুব খুশী হবেন আমাকে পেয়ে। পোংসা থেকে কিছুদূর এসে আবার আমরা ঘন বনের পথে ঢুকে পড়লুম, বাঙালী বাবুদের বাসা ও সাহেবদের বাংলো অনেক পেছনে পড়ে রইল । মিঃ সিংহের সঙ্গে পোংসা থেকে বার হয়ে কিছু দূরে বনপ্রান্তে এসেচি, একটা লোককে খাটিয়াতে শুইয়ে চারজন কুলি কাধে খাটিয়ামৃদ্ধ মানুষটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। লোকট বালিশে মাথা দিয়ে খাটিয়াতে শুয়ে পড়ে আছে অচৈতন্তভাবে। আমি জিজ্ঞেস করলুম কুলিদের-কে এ বাৰু? —বি. টি. টি. কোম্পানীর লোক। –কি হয়েছে ? —মোর | — কোথেকে আসচে ? –জঙ্গলের মধ্যে কাজ করছিল । —কোথায় নিয়ে স্বাচ্চ ? —পোংলা \.সেখান থেকে মনোহরপুর হাসপাতালে। —বাঙালী ?T —হ্যা বাবুজী । --নাম জানো ? –চক্কটি বাৰু। বড় ইচ্ছে হোল এই রোগগ্রস্ত প্রবাসী বাঙালী ভদ্রলোককে নিজে একবার দেখি, ছুটে কথা ওঁর সঙ্গে বলি। কিন্তু তিনিও জরে বেছ শ, আমারও সময় নেই। মিঃ সিংহ বললেন—ভীষণ ম্যালেরিয়া মশাই, সারাণ্ডার ভেতরে। — লোক থাকে না ? —হে স্বারা, তারা ভোগে না, ভোগে বিদেশীরা। সারাও ফরেস্টে পক্ষপাতিত্ব আছে বেশ । —শুধু ম্যালেরিয়া ? —ম্যালেরিয়া আর ব্ল্যাকওয়াটার ফিভার । খাটিয়াস্থদ্ধ রোগী পোংসার দিকে বাহিত হয়ে চলে গেল। আমরা আরও কিছুদূর এসে উস্থরিয়া নামে একটা পাৰ্ব্বত্য ঝর্ণ বা ক্ষুদ্র নদী পায় হলুম। মিঃ সিংহ বললেন—অনেকদিন আগে গ্রেগরি বলে একজন এ্যাংলো ইণ্ডিয়ান বাস করতে উম্বরিয়া ঝর্ণার ধারে একটা বাংলোতে—আমাকে মাঝে মাঝে চা খাওয়ার নিমন্ত্রণ করতো তার বাংলোতে । চলুন সে জায়গাটা দেখে আসি । - ১৯২৫ সালে গ্রেগরি ওখানে থাকতো । दि. ब्र. 4-२ले