পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8è8 বিস্তৃপ্লিচনাৱলী কিছুক্ষঃ সখ অদৃষ্ট হয়ে গেলেন। পুনরায় তিনি না বার হয়ে আসা পৰ্যন্ধগুক্তিই অস্বস্তিবোধ করা যাচ্ছিল। স্নান সেয়ে আমরা রওনা হবে, কারণ সঙ্গে খাবার নেই, খেতে হবে সেই চাইবাসায় ফিরে। একজনুবন্তলোক হঠাৎ সেখানে এসে পড়লো-হো-ভাষায় তাকে প্রশ্ন করলেন মিঃ সিংহ, সে যা বললে আমাদের বুঝিয়ে দিলেন। —কি করবি এখানে ? —কেন ? ' -युज नी ! —মাছ । —মাছ ধূসবি ? -शैर्म् ।।' -न/ब ঙ্কি第 .সের্ণনক্ষত্ত --মাম কি ? ॐकंधकांद्र श्रwहे घफ़ घफ़. ५अ । মিঃ সিংহের কথোপকথন শেষ । লোকটার হাতে বন্য ডালপালার তৈরি একরকম ছোট খাচাব মত ব্যাপাব। তাই হোল সম্ভবতঃ তার হ ধববার স্বৰ। কিন্তু এ জল-প্রপাতের উচ্ছল জলধাবার মধ্যে মাছ কোথা থেকে আসঙ্কেত। আমব বুঝতে পারলাম না, কি মাছ এখানে পাওয়া যাবে তাও জানি ন৷ পরেশৰীৰু আমাদের পেছনে শিলাসনে বসে মনের আনন্দে গান ধবেচেন। স্থবোধ মহাব্যস্ত সৰ্ব্বদাই, সে ইতিমধ্যে কখন মোটরে গিয়ে বসেচে, আমরা তা জানি নে, দেখি নি তার চলে যাওয়া, পরেশবাবুই প্রথমে বললেন-স্থবোধবাবু কোথায় ? আমি বললাম—তা কি জানি, এই তো এখানে বসেছিল। আমরা সকলেই আশ্চৰ্য্য হয়ে এদিক ওদিক চাইতে থাকি। এই ছিল, গেল কোথায় । বাঘে নিয়ে গেল না কি ৷ জায়গাটা তো ভাল নয়। মিঃ সিংহ বললেন—ন না, সে মহা ব্যস্তবাগীশ, সে চলে গিয়েচে গাড়ীতে ফিরে । গাড়ীতে বসে আছে রাচি-রোডে । তখন আমরা সবাই মিলে ফিরলাম। আর দেরি করা উচিত নয়। লোকটাকেও দেখা উচিত, ক্ষিদেও পেয়েচে যথেষ্ট । এবার অন্ত একটা পথ ধরে রাচি-রোড ফিরি। আগে স্ববোধ যে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল, তার চেয়ে এটা ষে কত ভাল । এপথে বড় বড় বনস্পতির ঘন ছায়া সৰ্ব্বত্র। এক ক্ষুত্র ঝর্ণার ওপর পাথরের সাকো,