পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५é भ्रंद्रि এদিনের ব্যাপারটা এইরূপে ঘটিল। অপু বাবার আদেশে তালপাতে সাতখানা। ক, খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ীর মধ্যে দিদিকে খুজিতে গেল। দুৰ্গা মায়ের ভয়ে সকালেনাহিয়া আসিয়া ভিতরের উঠানের পেঁপেতলায় পুণিপুকুরের ব্ৰত করিতেছে। উঠানে ছোট চৌকোণা গৰ্ত্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা, মটর ছড়াইয়া দিয়াছিল-ভিজে মাটিতে সেগুলির অক্ষয় বাহির হইয়াছে-চারিদিকে কলার ছোট বোেগ পুতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে -পদ্মলতা, পাখী, ধানের শীষ নতুন ওঠা সূৰ্য্য। দুৰ্গা বলিল-দাড়া, এই মন্তরটা বলে নিয়ে চলএক জায়গায় যাবে। --কোথা রে, দিদি ? * -চলন, নিয়ে যাবো এখন, দেখিস এখন- । পরে আনুষঙ্গিক বিধি-অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিশ্বাসে আবৃত্তি করিতে লাগিল— পুপিাপুকুর পুস্পমালা কে পূজে য়ে দুকুর বেলা ? আমি সতী লীলাবতী ভায়ের বোন ভাগবতী— অপু দাড়াইয়া শুনিতেছিল, বিজ্ঞাপের ভঙ্গিতে হাসিয়া বলিল-ইঃ । দুৰ্গা ছাড়া থামাইয়া ঈষৎ লঙ্গা-মিশানো হাসির সঙ্গে বলিল-তুই, ও-রকম কশ্চিল কেন ? যা এখান থেকে-তোর এখানে কি ?--ধা । অপু হাসিয়া চলিয়া গেল। ঘাইতে যাইতে আবৃত্তি করিতে লাগিল-আমি সতী লীলাবতী তাই বোন ভাগ্যবতী, হি হি-ভাই বোন ভাগ্যবতী-হি হি দুৰ্গা বলিল, তোমায় বড় ইয়ে হয়েচে, না ? মাকে ব’লে তোমার ভ্যাংচানো যায় করবো vir-- ব্ৰতানুষ্ঠান শেষ করিয়া দুর্গ বলিল, চল গড়ের পুকুরে অনেক পানিফল হয়ে আছে-ভোদায় মা বলছিল, চল নিয়ে আসি।-- গ্রামের একেবারে উত্তরাংশে চারিধারে বঁাশবন ও আগাছা এবং প্ৰাচীন আম কঁঠালের বাগানের ভিতর দিয়া পথ। লোকালয় হইতে অনেক দূরে গভীর বন যেখানে শেষ হইয়াছে, সেখানে মাঠের ধারে মজা পুকুরটা। কোনকালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারদের বাড়ীর চতুদিকে যে গড়খাই ছিল তাহার অন্ত অংশ এখন ভরাট হুহয়া গিয়াছে।--কেবল এইখানটাতে বারো মাস জল থাকে, ইহারই নাম গড়ের পুকু ‘ মজুমদারদের বাড়ীয় কোন চিহ্ন এখন नाई । সেখানে পৌছিয়া তাহারা দেখিল পুকুরে পানিফল অনেক আছে বটে, কিন্তু কিনারায় ধায়ে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল-অপু, একটা বাঁশের কঞ্চি লাখ তো খুজে-তাই দিয়ে টেনে আনবো। পরে সে পুকুনুধায়ের কোপের শেওড়া গাছ হইতে 侍、菊>一8