পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विष्ट्रप्डि-ब्रष्नांबणी অপু পুনরায় হাসিমুখে ঈষৎ উকি মারিল। -ঐ আমি দেখতে পেয়েচি-আয় লুকুতে হবে না, দিয়ে যা--- হি-হি-হি-“আমোদের হাসি হাসিয়া সে আবার দুয়ারের আড়ালে মুখ লুকাইল । সৰ্ব্বজয়া ছেলেকে ভালরূপেই চিনিত। যখন অপু ছোট্ট খোকা দেড়-বছরেরটি, তখন দেখিতে সে এখনকার চেয়েও টুকটুকে ফর্স ছিল । সর্বজয়ার মনে আছে, সে তাহার ডাগর চোখ ফুটিতে বেশ করিয়া কাজল পরাইয়া কপালের মাঝখানে একটা টিপ পয়াইয়া দিত ও তাহার মাথায় একটা নীল রংএর কম দামের ঘন্টওয়ালা পশমের টুপি পরাইয়া, কোলে করিয়া সন্ধায় পূর্বে বাহিরের ব্লকে দাডাইয়া ঘুম পাড়াইবার উদ্দেশ্যে স্বয় টানিয়া টানিয়া বলিত অয়রে পাখী-ই-ই লেঙ্গঝোলা, আমার খোকনকে নিয়ে-এ-এ-গাছে তোলা- ** খোকা ট্যাপা-ট্যাপা ফুলো-ফুলো গালে মায়ের মুখের দিকে ই কবিয়া চাহিয়া থাকিত, পয়ে হঠাৎ কি মনে করিয়া সম্পূর্ণ দন্তহীন মাড়ি বাহির করিয়া আহলাদে আটখানা হইয়া মাল-পাৱা অসম্ভবরুপ ছোট্ট পায়ে মাকে আঁকাডাইয়া ধরিয়া মায়ের পিঠের দিকে মুখ লুকাইত। সৰ্ব্বজয়া হাসিমুখে বলিত-ওম, খোকা আবার কোথায় লুকুলো ? তাই তো, দেখতে তো পাচ্ছিনে। ও খোকা ---পয়ে সে ঘাড়ের দিকে মুখ ফিরাইতেই শিশু আবার হাসিয়া মুখ সামনের দিকে ফিরাইত এবং নিৰ্ব্বোধের মত হাসিয়া মায়ের কাধে মুখ লুকাইত। যতই সৰ্ব্বজয়া বলিত-ওম, কৈ আমার খোকা কৈ-আবার কোথায় গেল—কৈ দেখি, ততই শিশুর খেলা চলিত । বার বার সামনে পিছনে ফিরিয়া সৰ্পর্বজয়ার ঘাডে বাথা হইলেও শিশুর খেলা শেষ হুইত না । সে তখন একেবারে আন কোয়। টাটকা, নতুন সংসারে আসিযাছে। জগতের অফুরন্ত আনন্দভাণ্ডাবে এক "অণুব সন্ধান পাইয় তাহার অবোধ মন তখন সেইটাকে লইয়াই লোভীয় মত ঘার বায় অস্বাদ করিয়াও সাধ মিটাহঁতে পারিতেছে না।--তখন তাহাকে KB MgK KLL DBDBDD BDD SBDLEL S SKDYK SOLEK BBD DDB BB Y শরীরে শক্তির ভাণ্ডাব ফুয়াইয়া আসিত, সে হঠাৎ যেন অন্যমনস্ক হইয়া হাই তুলিতে থাকিতসৰ্বজয়া ছোট ই-টির সামনে তুড়ি দিয়া বলিত-যান্ট যাট-এষ্ট স্থাখো দেয়াল ক’রে ক’রে এইবার বাছার আমার ঘুম আসচে। পরে সে মুগ্ধ নয়নে শিশুপুত্রের টিপ-কাজল-পয়া কচি মুখের দিকে চাহিয়া বলিত-ক্ষত রঙ্গই জানে সনাকু আমার--তবুও তা এই যেটায় দেড়-বছরের ! হঠাৎ সে আকুল চুম্বনে খোকার রাঙা গাল দুটি ভরাইয়া ফেলিত। কিন্তু মায়ের এই গাঢ় আদরের প্রতি সম্পূৰ্ণ ঔদাসীন্য প্রদর্শন করিয়াই শিশুর নিদ্রাতুর আঁখিপাতা ঢুলিয়া আসিত ; সৰ্ব্বজয়া খোকার মাথাটা আন্তে আস্তে নিজের কঁধে রাখিয়া বলিত-ওম, সন্দেবোেলা জ্ঞাখো ঘুমিয়ে পড়লো! এই ভাবছি সন্দেটা উৎরুলে দুধ খাইয়ে ঘুম পাড়াবো।-gাখে কাণ্ড!” সৰ্বজয়া জানিত-ছেলে আট বছরের হইলে কি হইবে, সেই ছেলেবেলাকার মত মায়ের গঠিত লুকোচুরি খেলিবার সাধ তাহার এখনও মিটে নাই। এমন সব স্থানে সে লুকায় যেখান হইতে অখণ্ড তাহাকে বাহিয়া করিতে পারে ; কিন্তু