পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yo विङ्गडि-अष्मांवनी &মন সময় হৈ-হাই শব্দে ভুবন মুখুয্যের বাড়ীর ছেলে-মেয়েরা সব আমি কুঢ়াইতে আলিতেছে শোনা গেল। সত্যু চেচাইয়া বলিল-ও ভাই, দুৰ্গগাদি আর অপু আমি কুজুচ্ছে দল আসিয়া সোনামুখী-তলায় পৌছিল। সতু বলিল-আমাদের বাগানে কেন এয়েচ অ্যাম কুদ্দুতে ? সেদিন মা বায়ণ করে দিয়েচে না ? দেখি কতগুলো আম কুড়িয়েচো ? পরে দলের দিকে চাহিয়া বলিল-সোনামুখীর কতগুলো আম কুড়িয়েচে দেখেচিল টুচু ?-- যাও আমাদের বাগান থেকে দুগগাদি-মাকে গিয়ে নইলে বলে দেবো । রাপু বলিল-কেন তাড়িয়ে দিচ্ছিল সন্তু ? ওরাও কুডুকে-আমরাও কুড়ই।। --কুডোবে বই কি ! ও এখানে থাকলে সব আমি ওই নেবে। আমাদের বাগানে কোন আসবে ও ? না, যাও দুগগদি-আমাদের তলায় থাকৃতে দেবো না । অন্য সময় হইলে দুৰ্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না-কিন্তু সেদিন ইহাদেরই কৃত অভিযোগে মায়ের নিকট মায় খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সালে ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা ভাবে বলিলঅপু, আয় রে চল। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল-আমরা সেই জায়গায় যাই চলা অপু, এখানে থাকতে না দিলে ব’য়ে গেল-বুঝলি তো -এখানকার চেয়েও বড় বড় আমি-তুই আমি মজা করে কুডোবো এখন-চলে আয়-এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল, চলিয়া যাওয়ায় প্রকৃতপক্ষে শাপে বৱ হুইল, সকলের সম্মুখে এইরূপ ভাব দেখাইয়া ধেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া ব্লাংচিতার বেড়ার ফাক গলিয়া বাগানেব। বাহির হইযা গেল। রাণু বলিল-কেন ভাই ওদের তাডিযে দিলে-তুমি ভায়ি হি”বুক কিন্তু সন্তুদা । বাণুৰ মনে দুর্গার চোখের শুরুসাহারা চাহনি संg चीं कि । অপু অতশত বোঝে নাই, বেড়ার বাহিরের পথে আসিযা বলিণ-কোন জায়গায় বড় বড় আমি রে দিদি ? পুটুদের সলতেখাগী-তলায্য ? কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই, একটু ভাবিয়া বলিলা-চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি-ওদিকে সব বড় বড় গাছ আছে-চল— গড়ের পুকুর এখােন চাইতে প্ৰায় পনেরো মিনিট ধরিয়া সুডিপথে অনবরত বন-বাগান অতিক্ৰম করিয়া। তবে পৌছানো ধায়। অনেককালের প্রাচীন আমি DS DDDDBD BDYYBB BDiuSDDDBD DBuDODuSDB D YBLBDB BDBuT DYY SS DB বলিয়া এবং জনপ্রাণীর বাসগৃন্য গভীর বনের মধ্যে বলিয়া এ সব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না। কাছির মত মোটা মোটা অনেককালের পুরানো গুলঞ্চ লতা। এ-গাছে ও-গাছে দুলিতেছে-বড় বড় প্রাচীন গাছের তলাকার কঁাটাভিরা ঘন ঝোপ-জঙ্গল খুজিয়া তলায় পড়া আম বাহির করা সহজসাধ্য তো নাহেই, তাহার উপর আবার ঘনায়মান নিবিড়-কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যের জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে, কোথায় কি ভাল দেখা যায় না। তৰু খুজিতে খুজিতে নাছোঙ বান্দা দুৰ্গা গোটা আটদশ আম পাইল ।