পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t फूिख्रि-द्वानांत्री BSHBH BBB BBDB DBSDD DBDBB B LLLBLB BBBD YSTBBLB BDBK লাগবে ? তা কেন লাগৰে-ঘার জিনিস তাকে তো কেয়াত দেওয়া হল, তা কখনো লাগে ? বাড়ীতে পা দিয়াই মেয়েকে বলিল-স্বাগংগা, নারকেলটা সাতুনের বাড়ী দিয়ে আয় fe অপু ও দুর্গ অবাক হইয়া মান্ধের মুখের দিকে চাহিয়া রহিল দুর্গ বলিল-এখনি ? --ই-এখ খুনি দিয়ে আয়। ওদের খিড়কীয় দোর খোলা আছে। চট্‌ ক’রে যা । বলে আষ, আমরা কুড়িয়ে পেইছিলাম, এই নাও দিয়ে গেলাম । --অপু আমাকে একটু দাড়াবে না, মা ? বড় অন্ধকার হয়েছে, চল অপু আমার সঙ্গে । ছেলেমেয়ে চলিয়া গেলে সৰ্ব্বজয়া তুলসীতলায় প্ৰদীপ দিতে দিতে গলাস আঁচল দিযা প্ৰণাম করিয়া বলিল-ঠাকুর, নারকোল ওরা শত্তািৱত ক’রে কুড়িতে যায়নি। সে তো তুমি জানো, এ গাল যেন ওদের না লাগে। দোহাই ঠাকুর, ওদের তুমি বঁচিযে-বর্কে রেখো, ঠাকুর। ওদের তুমি মঙ্গল করো। তুমি ওদের মুখের দিকে চেণ্ড । দোহাই ঠাকুর। চতুৰ্দশ পরিচ্ছেদ গ্রামের প্রসন্ন গুরুমহাশয় বাড়ীতে একখানা মুীর দোকান করিতেন। এবং দোকানেরই পাশে তাহান্ন পাঠশালা ছিল। বেত ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ-বাহুল্য ছিল না। তবে এই বেতের উপর অভিভাবকদেরও বিশ্বাস শুরুমহাশয়ের অপেক্ষা কিছু কম নয়। তাই "তাহারা গুরুমহাশয়কে বলিয়া দিয়াছিলেন, ছেলেদের অধু পা খোড়া এবং চোখ কাননা হয়, এইটুকু মাত্র নজর রাখিয়া তিনি যত ইচ্চা বেত চালাইতে পারেন। গুরুমহাশয়ও তাঁহার শিক্ষাদানের উপযুক্ত ক্ষমতা ও উপকরণের অভাব একমাত্র বেতের সাহায্যে পূর্ণ করিবার চেষ্টায় LLLLLBB BBBBBLLLL DBB LBDs LBDBDO G BKS K g CL Y BB DBBB দুৰ্ঘটনা হইতে কোনরূপে প্ৰাণে বঁচিয়া যায় মাত্র। পৌষ মাসের দিন। অপু সকালে লেপ মুক্তি দিয়া রৌঞ্জ উঠবার অপেক্ষায় বিছানায় গুইয়া ছিল, মা আসিয়া ভাকিল-অপু, ওঠ শীগগির কয়ে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে! কেমন সব বই আনা হবে তোমার জন্ধে, শেলেট। ই্যা ওঠে, মুখ ধুয়ে নাও, উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে থমাসবেন। পাঠশালার নাম শুনিয়া অণু সঙ্কনিদ্রোখিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখেয় দিকে চাহিয়া রহিল। ভ্যাহার ধারণা ছিল যে বাহারা দুষ্ট ছেলে, মার কথা শোনে না, ভাইবোনেদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। কিন্তু সে তো কোনোদিন ওরূপ কয়ে না, তবে সেল কোন পাঠশালায় ঘাইবে ?