পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*習*Fi市 ክምዕ፧ বা থাকিল জানা, তাদের খেলায় বিন্তি না দেখাইতে পারিলেও চলিবে-সেজন্য কেহ কাহাকেও উঠাইয়া দিবে না, কোন অপমানের কথা বলিবে না, কোন হাসি-বিহ্মপ করিবে না, যে যেরূপ পায়ে সেইরূপেই খেলিবে । খেলা লইয়া কথা-নাই বা হইল বিপ্তি দেখানো ! সন্ধ্যায় পরে বধুর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল । খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখিয়া লে অবাক হইয়া গেল। ছোট একখানা ফুলকাটা কোবিতে আলাদা করিয়া নুন ও নেবু, কেন ? নুন নেবু, তো মা পাতেই দেয় ! প্ৰত্যেক তরকারির জঙ্গে খাবার আলাদা আলাদা বাটি ৫-তরকারিই বা কত ! অত বন্ধু গালদা চিংড়িয় মাখাটা কি তাহার একর জন্য ? লুচি। লুচি । তাহার ও তাহার দিদির স্বপ্নকামনার পারে এক রূপকথার দেশের নীলবেলা আবছায়া দেখা যায়--কত রাতে, দিলে, ওলের ভাটা-চচ্চড়িী ও লাউ-ছেচকি দিয়া ভাত খাইতে খাইতে, কত জল-খাবার-খাওয়া-শূন্ত সকালে বিকেলে, অঙ্গমনস্ক মন হঠাৎ সুন্ধ। উদাস গতিতে ছটিয়া চলে সেখানে-যেখানে গরম রোদে দুপুরবেলা তাহাজের পাড়ার পাকা রাখুনী বীরু রায় গামছা কঁধে ঘুরিয়া বেড়ায়, সঙ্ক তৈয়ারী বড় উনুনের উপর বড় লোহার কড়াই-এ ঘি চাপানো থাকে, লুচি-ভাজার অপূৰ্ব সুধাক্কচি-স্ত্ৰাণ আসে, কত ছেলেমেয়ে ভালো কাপড়জামা পরিয়া যাতায়াত করে, গাঙ্গুলি বাড়ীর বড় নাটমন্দির ও জলপাই-তল বিছাইয়া গ্রীষ্মেন্ত্র দিনে সতরঞ্চ পাত হয়, একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা ধুজিয়া মেলে-সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনটি-তাহদের সেদিন নিমন্ত্রণ থাকে ওপাড়াৱ গাঙ্গুলি বাড়ী। কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে সে স্বদিনের উদয় হইল কি কবিয়া! খাইতে বসিয়া বার বায় তাহার মনে হইতেছিল, আহা, তাহার দিদি এ রকম থাইতে পায নাই কখনো ! পরদিন সকালে আবার খেলা আরম্ভ হইল। আমলা আসিতেই অপু দুটিয়া গিয়া তাহার হাত ধরিল-আমি আর আমলাদি একদিকে, আর তোমরা সব একদিঞ্চে-- খানিক খেলা হুইবার পর অপুত্ৰ মনে হইল অমলা তাহাকে দলে পাওয়ার অপেক্ষা বিণ্ডকে ঘলে পাইতে বেণী ইচ্ছুক। ইহার প্রকৃত কারণ অপু জানিত ন-অপু একেবায়ে কঁাচ খেলুড়ে, তাহাকে দলে লওয়ার মানেই পরাজয়-বিণ্ড ডানপিটে ছেলে, তাহাকে দৌডিয়া ধরা কি খেলায় হারানো সোজা নয়। একবার অমলা স্পষ্টই বিরক্তি প্ৰকাশ করিল। অপু প্ৰাণপণে চেষ্টা কৱিতে লাগিল ঘাঁহাতে সে জেতে, যাহাতে অমলা সমষ্টি হয়-কিন্তু বিস্তুর চেষ্টা সত্বেও সে স্বাৰায় হান্বিয়া গেল । সেবার দল গঠন করিবার সময় অমলা বুকিং বিস্তায় দিকে। অপুত্র চোখ জলে ভরিয়া আসিল। খেলা তাহার কাছে হঠাৎ বিষাদ মনে হইল-অমলা বিস্তর দিকে ফিরিয়া সৰ কথা বলিতেছে, হাসিখুশি সবই তাহার সঙ্গে। খানিকটা পরে বিস্ত কি কাজে বাষ্ঠী যাইতে চাহিলে অমলা তাহাকে বার বার বলিল যে, সে যেন আবার SBDB S DiBD D BDBDug DDDBS DBB DDDB BBDBB DBD DDB uDBSS BuDB