পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yell विष्ट्रडि-ब्रष्नांबर्नौ দেখতে-শুনতে ! আহা ! গরীবের খায়ের মেয়ে, বাপের পয়সা নেই। কার হাতে যে পড়বে? --সায়া-জীবন পড়ে পড়ে ভুগবে। তা তুমি ওকে বিয়ে কয় না কেন ঠাকুরপো, তোমাদেরই পালটি ঘর-মেয়েও দিবি ; ভাইবোনের দু’জনেরই কেমন পুতুল-পুতুল গড়ন!-- জরীপের তাবু হইতে ফিরিতে গিয়া নীরেন সেদিন গ্রামের পিছনের আম-বাগানের পথ ঋরিয়াছিল। একটা বনে-ঘেরা সরু পথ বাহিঙ্গা আসিতে আসিতে দেখিল বাগানের ভিতন্ত্র হইতে একটি মেয়ে সম্মুখের পথের উপর আসিয়া উঠিতেছে, সে চিনিল-অপুর বোন দুর্গা। জিজ্ঞাসা করিল--কি খুঁকি, তোমাদের বাগান বুঝি এইটি ? দুৰ্গা পিছন ফিরিয়া চাহিয়া দেখিয়া লজ্জিত হইল, কিছু বলিল না । পয়ে লে পথের পাশে দাড়াইয়া নীরেনকে পথ ছাড়িয়া দিতে গেল। নীরেন বলিল-স্যা না খুকী, তুমি চল আগে আগে। তোমার সঙ্গে দেখা হয়ে ভালই হোল। ঐদিকে পুকুরের ধারে গিয়ে পড়েছিলাম, তারপর পথ খুজে হায়রান। যে বন তোমাদের দেশে { দুৰ্গা যাইতে যাইতে হঠাৎ থামিয়া ঘাড় বাকাইয়া নীয়েনের মুখের দিকে চাহিবায় চেষ্টা কৰিল । সঙ্গে সঙ্গে তাহার কাপড়ের ভিতর হইতে কিসের ফল গোটাকতক পথের উপায় পড়িয়া 63) t নীরেন বলিল--কি যেন পড়ে গেল খুকী ! কিসের ফল ওগুলো ? দুৰ্গা নীচু হইয়া কুড়াইতে কুড়াইতে সঙ্কুচিতভাবে বলিল-ও কিছু না, মোট আলু। --মেটে আলু খেতে ভাল লাগে বুঝি? কি করে থায় ? এ প্রশ্ন দুর্গার কাছে অত্যন্তু কৌতুহলাজনক ঠেকিল। একটি পাঁচ বছরের ছেলে ঘা 娜忆问, চশমা-পয়া একজন বিজ্ঞ ব্যক্তি তাহ জানে না । সে বলিল-এ ফল তো খায় না, এ তো তেতো । --তবে তুমি ষেদুৰ্গা সলজম্বরে বলিল-আমি নিয়ে যাচ্ছি এমনি-খেলবার জন্তে!-- একথা তাহার মনে ছিল যে, এই চশমা-পরা ছেলেটির সঙ্গেই সেদিন খুড়ীমা ঠাট্টাচ্ছলে তাহার বিবাহের কথা তুলিয়াছিল। তাহার ভারী কৌতুহল হইতেছিল, ছেলেটিকে সে ভাল করিয়া দেখে। কিন্তু মধুসংক্রান্ধির ব্ৰতের দিনও তােহা সে পারে নাই, আজও পারিল না। --অপুকে বলে কাল সকালে ধেন বই নিয়ে যায়-বলবে তো ? দুৰ্গ চলিতে চলিতে সন্মতিসূচক ঘাড় নীড়িল। আর একটু গিয়া পাশের একটা পখ দেখাইয়া বলিল-এই পথ দিয়ে গেলে আপুনায় খুব ce Bo নীরেন বলিল, আচ্ছা, আমি চিনে যাৰ এখন, তোমাকে একটু এগিয়ে দিই, তুমি একলা যেতে পারবে ? দুৰ্গা আঙুল দিয়া দেখাইয়া কহিল—ঐ তো আমাদের বাড়ী একটু এগিয়ে গিয়েই, আমি তো-এইটুকু একলা বাবে এখন। আপনি আর