পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী SYR উপরি উপরি পটাপট কয়েকটা চড় দিতে দিতে বলিল-আলতা নিইচি -আমি আলতা নিইচি ? লক্ষ্মীছাড়া দুষ্ট ধার! আর তুমি যে লক্ষ্মীর চুপড়ির গা থেকে কড়িগুলো খুলে লুকিয়ে রেখেচ, মাকে বলে দোবো না ?-- চীৎকার, কাল্লা ও মাৱামান্ত্রির শব্দ শুনিয়া সৰ্বজয়া চুটিয়া আসিল। ততক্ষণে দুর্গ অপুর কান ধরিয়া তাহাকে মাটিতে প্ৰায় শোয়াইয়া ফেলিয়াছো-অপুও প্ৰাণপণে দুর্গার চুলের গোছা মুঠ পাকাইয়া টানিয়া এরূপ ধয়িয়া আছে যে দুর্গার মাথা তুলিবার ক্ষমতা নাই। অপুর লাগিয়াছিল বেশী । সে কঁাদিতে কঁাদিতে বলিল-স্থাখো না মা, আমার আর্সিখানা বাক্স থেকে বেৱ ক’রে নিজের বাক্সে রেখে দিয়ে চে-দিচ্চে না—এমন চড় মেরেচে। গালে দুৰ্গা প্ৰতিবাদ করিয়া বলিল,-ন মা, স্থাখো না। আমার পুতুলের বাক্স গোছাচ্ছি, ও এসে ርሻ$፻፵1 ማቑ—– সৰ্ব্বজয়া আসিয়া মেযের পিঠের উপর দুম ঘুম করিয়া সজোরে কয়েকটি কিল বসাইয়া দিয়া বলিল-ধাড়ী মেয়ে-কেন তুই ওর গায় হাত দিবি যখন তখন ?-ওতে আয় তোতে অনেক তফাৎ জাসিস - -আর্সি-আসি তোমার কোন পিন্তিতে লাগবে শুনি ? কথায় কথায় উনি স্বান ওকে তেড়ে মার্কে ! মন্ত্রণ আর কি ! পুতুলের বাক্স-রোসে কথা শেষ না করিয়াই সে মেয়ের গুছানো পুতুলের বাক্স উঠাইয়া এক টান মারিয়া বাহির উঠানে ষ্টুড়িয়া ফেলিয়া দিল । -ধাড়ী মেয়ের কোনো কাজ নেই, কেবল খাওয়া আর পাড়ায় পাড়ায় টো টো ক’য়ে বেভানো।--আর কেবল পুতুলের বাক্স আর পুতুলের বাক্স ; ও সব টেনে এক্ষুণি বঁাশ-বাগানে ফেলে দিয়ে আসচি। দিচ্চি তোমার খেলা ঘুচিয়ে একেবারে দুৰ্গায় মুখ দিয়া কথা বাহির হইল না। পুতুলের বাক্স তাহার প্র’-, দিনের মধ্যে দশবার সে পুতুলের বাক্স গোছায়—পুতুল, রাংতা, ছোপানো কাপড়, আলতা, কত কষ্ট্রের সংগ্ৰহ কৱা লাটফল, টিনমোঙ আসিখানা, পাখীর বাসা-স্ব অন্ধকার উঠানের মধ্যে কোথায় কি ছড়াইয়া পড়িল! মা যে তাঁহার পুতুলের বাক্স এরূপ নিৰ্ম্মমভাবে ফেলিয়া দিতে পারে একথা কখনো লে ভাবিতে পারিত না। কত কটে কত জায়গা হইতে জোগাড় করা কত জিনিল উহার মধ্যে ! কোনো কথা বলিতে সাহস না করিয়া সে কেমন অবাক হইয়া রহিল। অপুত্র কাছেও ৰোধ হয় শাস্তিটা কিছু বেশী কঠোর বলিয়াই ঠেকিল। সে আয় কোনো কথা না বলিয়া চুপচাপ গিয়া শুইয়া পড়িল। DTDB DLDSBBLBDB LDDDLLDBB LLLLLL Kz DgDBD DBBBDBLBS BBDBB BBBLL ধাশ-বাগানের মশা ৰিন ৰিলা করিতেছে। খানিকক্ষণ বসিয়া বসিয়া দুর্গ গিয়া চুপ করিয়া vski ofija 1 L YBB D EDS BLLEBB BBB BBS gLLLB S SLgBL BD DDD হইতে ভুর ভুৱা করিয়া লেবু ফুলের গন্তু আলিতেছে।